Alapon

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এক শিশুসহ পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

পশ্চিম তীরের জেনিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এক শিশুসহ পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে। সন্ত্রাসী ইসরায়েল এই সামরিক অভিযানকে ‘আয়রন ওয়াল’ নামে অভিহিত করেছে, যা গাজায় যুদ্ধবিরতি চুক্তির কয়েক দিনের মধ্যেই শুরু হয়।
আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, প্রথম হামলায় ইসরায়েলি ড্রোন জেনিনের রাস্তায় থাকা মানুষের ওপর আঘাত হানে, এতে ১৬ বছর বয়সী আহমাদ আল-সাদি নিহত এবং দুইজন গুরুতর আহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।
জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব জানান, এই হামলার কয়েক মিনিট পরই কাবাতিয়ায় একটি গাড়িতে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালিয়ে দুই যুবককে হত্যা করে। এরপর আরও একটি ড্রোন হামলায় একটি মোটরসাইকেলে থাকা দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়।
পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা বাড়তে থাকায় এ পর্যন্ত অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়েছেন। ইসরায়েলি অভিযানে পশ্চিম তীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ছে। জেনিনের পাশাপাশি দখলদার ইসরায়েলি বাহিনী তুলকার্ম শহর এবং এর শরণার্থী শিবিরে টানা ছয় দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে, যেখানে বহু ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। এছাড়াও, ইসরায়েলি বাহিনী বালাতা শরণার্থী শিবির, নাবলুস এবং আল-আইন শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে।

পঠিত : ৪৩ বার

মন্তব্য: ০