ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে ১১ জন মুসলিমকে শহীদ করেছে
তারিখঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫, ২০:৪৫

ভারতীয় সেনাবাহিনী তাদের চলমান রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকান্ডের অংশ হিসেবে গত জানুয়ারি মাসে কাশ্মীরে ১১ জন মুসলিমকে শ*হীদ করেছে, তাদের মধ্যে ৬ জন ছিল কিশোর ও একজন নারী।
গত ১ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাশ্মীর মিডিয়া সার্ভিস। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৮ জন রাজৌরির বুধল গ্রামে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পানির দূষণের কারণে প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে এক বৃদ্ধ দম্পতি ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী গত মাসে কাশ্মীরের বিভিন্ন এলাকায় ৩৭ জন মুসলিম নাগরিককে গ্রেফতার করেছে, যাদের মধ্যে বেশিরভাগই রাজনৈতিক কর্মী, যুবক এবং ছাত্র ছিল। তাদের মধ্যে অনেককে 'দেশদ্রোহী' (UAPA) এবং 'জাতীয় নিরাপত্তার ক্ষতি' (PSA) আইনের আওতায় আটক করা হয়েছে। কাশ্মীরি মুসলিমদের দমন করতে ব্যবহৃত এ দুটি বিতর্কিত আইন।
এ আইনগুলোর আওতায় আটককৃতদের প্রায়ই দীর্ঘ সময় ধরে বিনা বিচারে বন্দি রাখা হয়। অন্যদিকে, PSA আইনটি প্রশাসনকে কাশ্মীরি বন্দিদের ৬ মাস পর্যন্ত আটক রাখার অনুমতি দেয়। এই আইনগুলো রাজনৈতিক প্রতিবাদকারীদের কণ্ঠ স্তব্ধ করতে এবং মানবাধিকার লঙ্ঘন করে ব্যবহৃত হচ্ছে।
এছাড়াও, ভারতীয় সেনাবাহিনী জানুয়ারি মাসে কাশ্মীরের বিভিন্ন এলাকায় একাধিক কাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। কাশ্মীরের জনগণের স্বাধীনতা আন্দোলন দমনে দখলদার ভারতীয় বাহিনী গত মাসে বেশ কিছু তল্লাশি অভিযান চালিয়েছে।

মন্তব্য: ০