মুজাহিদদের হামলায় সরকারি বাহিনীর অন্তত ৫৪ সদস্য নিহত এবং ১১১ সেনা ও মিলিশিয়া সদস্য আহত হয়েছে
তারিখঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫, ২১:২৪

সোমালিয়ায় পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনী এবং প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব মুজাহিদিনের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। সম্প্রতি দেশের মধ্যাঞ্চলীয় হিরানে মুজাহিদদের হামলায় সরকারি বাহিনীর অন্তত ৫৪ সদস্য নিহত এবং ১১১ সেনা ও মিলিশিয়া সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
সাম্প্রতিক দিনগুলিতে নতুন করে সোমালিয়ার হিরান অঞ্চলে সংঘর্ষ তীব্র হয়েছে। অঞ্চলটিতে আশ-শা*বাবের অগ্রযাত্রা থামানোর চেষ্টাকারী মোগাদিশু সরকারি ও মিলিশিয়া বাহিনী ভারী আক্রমণের শিকার হচ্ছে।
স্থানীয় সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব হিরান রাজ্যের বিস্তীর্ণ ভূমি নিয়ন্ত্রণ করছেন আশ-শাবাব প্রশাসন। শা*বাব মুজাহিদদের নিয়ন্ত্রিত এসকল দখলের উদ্দেশ্যে সম্প্রতি মোগাদিশু বাহিনী ও এর দ্বারা সমর্থিত মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত সামরিক বাহিনী বুলুবার্দি জেলার ও এর উপশহরগুলোতে হামলা শুরু করে। কিন্তু হামলা শুরুর পর আশ-শাবাব মুজাহিদিনরাও অকল্পনীয়ভাবে মোগাদিশু বাহিনী ও মিলিশিয়াদের উপর পাল্টা আক্রমণ চালানো শুরু করেন।
হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা পাল্টা আক্রমণ শুরুর পর মোগাদিশু বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ফলে ব্যাপক প্রস্তুতি নিয়ে শুরু করা মোগাদিশু বাহিনীর সামরিক আগ্রাসন ৪ দিনের মাথায় বৃহস্পতিবারের মধ্যেই নিস্তেজ হয়ে যায়। মোগাদিশু বাহিনী ও মিলিশিয়ারা যুদ্ধের সম্মুখ সারি হতে দ্রুত পালাতে শুরু করে। কিন্তু ততক্ষণে মোগাদিশু বাহিনীর অসংখ্য সৈন্য হতাহত হয়। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয় অনেক সামরিক যান এবং বহু সামরিক সরঞ্জাম, যা মোগাদিশু বাহিনী আশ-শা*বাবের বিরুদ্ধে এই আগ্রাসনে ব্যবহারের জন্য জড়ো করেছিল।
এই যুদ্ধের বিষয়ে আশ-শাবাব প্রাথমিক এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, গত সপ্তাহের শেষ ৪ দিনের এই যুদ্ধে, মুজাহিদদের বীরত্বপূর্ণ আক্রমণে মোগাদিশু বাহিনীর অন্তত ৫৪ সেনা ও মিলিশিয়া সদস্য নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১১১ এরও বেশি শত্রু সৈন্য।
উল্লেখ্য যে, আশ-শা*বাব সম্প্রতি মোগাদিশু সরকার এবং বিদেশী সেনাদের বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বাড়িয়েছেন। দলটির মুজাহিদিনরা ২০০৬ সাল থেকে সোমালিয়া থেকে পশ্চিমা-সমর্থিত মোগাদিশু সরকারকে উৎখাত করতে এবং আন্তর্জাতিক জোট বাহিনীকে বহিষ্কার করতে লড়াই করে যাচ্ছেন। মুজাহিদিনরা পশ্চিমা আধিপত্যের রশি ছিন্ন করে সোমালিয়ায় স্বাধীন ইসলামী শরিয়া ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করছেন।

মন্তব্য: ০