Alapon

৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত ৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে ১০ জন শিশু রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
৩ ফেব্রুয়ারি, সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর চালানো অভিযানে জেনিনে ৩৮ জন, তুবাসে ১৫ জন, নাবলুসে ছয়জন, তুলকারেমে পাঁচজন, হেব্রনে তিনজন, বেথেলহেমে দুজন এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে একজন নিহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ১০ জন শিশু ছাড়াও ইসরায়েলি বাহিনীর হামলায় একজন নারী এবং দুইজন বয়স্ক ফিলিস্তিনিও নিহত হয়েছেন।
ফিলিস্তিনের গাজায় গত ১৫ মাস ধরে চলা যু*দ্ধের ১৯ জানুয়ারি থেকে যু*দ্ধবিরতি চলছে। তবে গাজায় যু*দ্ধবিরতি চললেও পশ্চিম তীরে হামলার পরিমাণ জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
সোমবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কার্যালয় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। মুখপাত্র নাবিল আবু রুদেইনে এক বিবৃতিতে বলেছেন, দখলদার কর্তৃপক্ষ পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের সর্বাত্মক আগ্রাসনকে প্রসারিত করছে যাতে নাগরিকদের বাস্তুচ্যুত করা যায় এবং জাতিগত নির্মূলের লক্ষ্যে তাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়।
তিনি আরও বলেন, জেনিন এবং তুলকারেম শরণার্থী শিবিরের পুরো আবাসিক ব্লক ধ্বংস হয়েছে। সেইসঙ্গে, হাজার হাজার নাগরিকের স্থানচ্যুতি এবং অবকাঠামোর ব্যাপক ধ্বংসের পাশাপাশি শত শত মানুষকে আহত এবং আটক করেছে দখলদার ইসরায়েল।

পঠিত : ২০ বার

মন্তব্য: ০