পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর উপর ২টি পৃথক হামলা চালিয়েছেন টিটিপির মুজাহিদিনরা
তারিখঃ ৯ এপ্রিল, ২০২৫, ২৩:২০

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর উপর ২টি পৃথক হামলা চালিয়েছেন টি*টি*পির মু*জাহি*দিন*রা। এতে দেশটির সামরিক বাহিনীর অন্তত ৩০ সেনা সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
ভয়েস অফ হিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, গত ৭ এপ্রিল সোমবার, পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে দেশটির সেনাবাহিনী ও তেহ#রিক-ই-তা*লি*বান পাকিস্তানের (টি*টি*পি) মধ্যে দীর্ঘ এক ল*ড়াই সংঘটিত হয়েছে। ওয়াজিরিস্তানের ডুয়াতওয়ে সীমান্তের পাসুর এলাকায় উভয় বাহিনীর মাঝে কয়েক ঘন্টা যাবত এই লড়াই সংঘটিত হয়। এসময় টি*টি*পির মু*জা*হিদি*নরা বীরত্বের সাথে পাকিস্তান সামরিক বাহিনীর মোকাবিলা করেন।
ফলশ্রুতিতে মু*জাহি*দদে*র তীব্র আক্রমণে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ১৫ সৈন্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে। বিপরীতে শত্রু বাহিনীর গুলিতে "হেদায়েত" নামে টি*টি*পির একজন মু*জাহি*দ শ*হিদ এবং অন্য একজন মু*জা*হি*দ আহত হন।
এদিন দক্ষিণ ওয়াজিরিস্তানের তুই-খুলা নামক সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ও মু*জা*হিদ*দের মধ্যে আরও একটি ল&ড়াই সংঘটিত হয়। এই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয় লক্ষ্য করে টি*টি*পির অতর্কিত আক্রমণের মধ্য দিয়ে লড়াইটি শুরু। এসময় সীমান্ত অঞ্চলে উভয় বাহিনীর মাঝে তীব্র ল*ড়াই সংঘটিত হয়।
টি*টি*পির মু*জাহি*দিন*রা তাদের "হিট-এন্ড-রান" কৌশলী আক্রমণের মাধ্যমে সামরিক কনভয়টির ব্যাপক ক্ষয়ক্ষতি করেন। ফলশ্রুতিতে পাকিস্তান সেনাবাহিনীর অন্তত ১৫ সৈন্য হতাহত হয় এবং অন্যরা কনভয় নিয়ে দ্রুত এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়।

মন্তব্য: ০