Alapon

দ্বীন প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি, কিছু বিক্ষিপ্ত ভাবনা-৫


ইসলামপন্থীরাই শক্তিশালী
.
অনস্বীকার্য বাস্তবতা হচ্ছে, জনশক্তির বিচারে ইসলামপন্থীরাই এদেশে সর্বাধিক শক্তিশালী। জনশক্তিতে আলেম উলামা ও ইসলামপন্থীদের কোনো বিকল্প এদেশে নেই। এদেশের ৮০%-৯০% জনগণ মুসলিম। তাদের অধিকাংশই ধর্মানুরাগী। তারা ইসলামবিরোধী ও বিদ্বেষীদের নয়; বরং আলেম উলামা, ইসলাম ও ইসলামপন্থীদের ভালোবাসেন।
ইসলামবিদ্বেষীদের আহ্বানে সাড়া দেন যত মানুষ, তার বহুগুণ বেশি মানুষ সাড়া দেন ইসলামপন্থীদের আহ্বানে। খিচুড়ি বিরিয়ানি দিয়ে যাদের প্রলুব্ধ করা যায় না শাহবাগে, তারাই জানমাল বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন শাপলার নবীপ্রেমে কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানে।
.
২৫ জুন ২০২৪ ইং তৎকালীন ধর্মমন্ত্রীর দেয়া তথ্যমতে বাংলাদেশে প্রায় তিন লাখ মসজিদ আছে। মসজিদগুলোর অধীনে কয়েক কোটি মুসল্লি আছেন, যাদের বড় একটি অংশ ইমাম খতীবের সঙ্গে আস্থা ও ভক্তির সম্পর্ক রাখেন। জনমত তৈরিতে তারা একসঙ্গে এক সুরে আওয়াজ তুলতে পারেন।
.
এদেশের ধর্মীয় মাহফিলগুলোতে যে পরিমাণ গণমানুষের নিঃস্বার্থ অংশগ্রহণ হয়, অন্য কোনো সভা সেমিনারে তা হয় না। এর বাইরে যত জমায়েত দেখি, তার অধিকাংশই একমুঠো খাবার কিংবা সামান্য পারিশ্রমিকের মতো বস্তুগত স্বার্থনির্ভর।
(চলবে)
বি. দ্র.- শিরোনামে সামান্য একটু পরিবর্তন আনা হয়েছে। খেলাফত শব্দের স্থলে ‘দ্বীন’ লেখা হয়েছে।

পঠিত : ৪৭ বার

মন্তব্য: ০