উজব থেকে বেঁচে থাকুন
তারিখঃ ১২ এপ্রিল, ২০২৫, ০৭:৪২
দ্বীনদার শ্রেণিকে ধোঁকা দেয়ার জন্য শয়তান যেসকল অ/স্ত্র ব্যবহার করে তার মধ্যে অন্যতম একটি অ/স্ত্র হল উজব বা আত্মমুগ্ধতা। উজব মানে হল নিজের কাজ ও মতের ব্যাপারে মুগ্ধতায় ভোগা, নিজের কাজ ও মতকে অন্যদের চেয়ে উত্তম মনে করা, কোন ভাল কাজ করা সম্ভব হলে তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় না করে নিজেকেই প্রশংসার হকদার মনে করা।
.
উজব আক্রান্ত ব্যাক্তি নিজেকে অনেক বড় মনে করে, ত্রুটিপূর্ণ কিছু আমল করেই নিজেকে আল্লাহওয়ালা বুযুর্গ ভাবতে শুরু করে। তারা সবসময় নিজের প্রশংসা শুনতে পছন্দ করে, অন্যদের প্রশংসা শুনতে চায়না। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা নিজেকে সর্বেসর্বা, সব গুণের আধার ও সব কাজের কাজী মনে করে।
.
এই আত্মতৃপ্তি ও আত্মমুগ্ধতার ফলে তারা অজানা বিষয়ে কারো কাছে জিজ্ঞেস করতে পারেনা; পাছে আবার কেউ তাকে ছোট মনে করে কিনা এই ভয়ে। এই ধরনের মানুষেরা সাধারণত কারো নসিহতে কর্ণপাত করেনা, কেউ ভুল ধরিয়ে দিলে তাকে অপছন্দ করে। অনেকের অবস্থা তো এমন যে, গুনাহ করে ফেললেও তাওবা করার কথা চিন্তা করেনা, কারন তার ভাবনা থাকে আমি হলাম আল্লাহর নৈকট্যশীল বান্দা।
.
উজবের ভয়াবহতাঃ
.
উজব খুবই গুরুতর একটি আত্মিক রোগ। এর থেকে আরো অনেকগুলো ভয়ানক ব্যাধির জন্ম হয়। তাই একে অংকুরেই বিনাশ করার চেষ্টা করা উচিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদীসে এটাকে ধ্বংসাত্মক বলে বর্ণনা করেছেন, ইরশাদ করেছেনঃ
ثلاث منجيات وثلاث مهلكات ، فأما المنجيات فتقوى الله في السر والعلانية ، والقول بالحق في الرضا والسخط ، والقصد في الغنى والفقر، وأما المهلكات فهوى متبع ، وشح مطاع، وإعجاب المرء بنفسه وهي أشدهن
তিনটি জিনিস মুক্তিদানকারী আর তিনটি জিনিস ধ্বংসকারী। মুক্তিদানকারী জিনিস তিনটি হলঃ প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করা, সুখে দুখে হক কথা বলা এবং দারিদ্রতা ও স্বচ্ছলতায় মধ্যপন্থা অবলম্বন করা। আর ধ্বংসাত্মক জিনিস তিনটি হলঃ প্রবৃত্তির অনুসরণ, লোভ লালসার অনুগমন, এবং ব্যাক্তির নিজের প্রতি মুগ্ধতা; আর এটিই হল সবচেয়ে বেশি মারাত্মক। - (আল মুজামুল আওসাত লিত তাবারানী)
.
উজবে নিপতিত ব্যক্তিরা নিজেদের ছোটাখাটো নেক আমলকে পাহাড়সম মনে করে, ফলে তাদের আমল বরবাদ হয়ে যায়; কিন্তু তারা বিষয়টি বুঝতে পারে না।
আল্লাহ তাআলা বলেছেনঃ
اَلَّذِیۡنَ ضَلَّ سَعۡیُهُمۡ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَ هُمۡ یَحۡسَبُوۡنَ اَنَّهُمۡ یُحۡسِنُوۡنَ صُنۡعًا
ওরাই তারা, পার্থিব জীবনে যাদের চেষ্টাগুলো বিফলে গেছে, অথচ তারা মনে করে যে, তারা সৎ কাজ করছে। - সুরা কাহফ ১০৪
.
উজবের চিকিৎসাঃ
.
উজবের চিকিৎসা হল অন্তরে সদা সর্বদা এই অনুভূতি জাগ্রত রাখা যে, আমাদের দ্বারা যত সুন্দর ও ভাল কাজ সম্পাদিত হয় এবং আমরা যেসকল নেয়ামত ভোগ করি সব আল্লাহ তাআলার অনুগ্রহেই সম্ভব হয়। এখানে আমাদের কোন ভূমিকা বা কৃতিত্ব নেই। তিনি যদি তাওফিক না দিতেন তাহলে আমাদের পক্ষে কোন ভাল কাজ করা বা কোন নেয়ামত লাভ করা সম্ভব হতোনা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেনঃ
وَ لَوۡ لَا فَضۡلُ اللّٰهِ عَلَیۡكُمۡ وَ رَحۡمَتُهٗ مَا زَكٰی مِنۡكُمۡ مِّنۡ اَحَدٍ اَبَدًا ۙ وَّ لٰكِنَّ اللّٰهَ یُزَكِّیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَ اللّٰهُ سَمِیۡعٌ عَلِیۡمٌ
তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে তোমাদের কেউ কখনো পবিত্রতা লাভ করতে পারত না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন, আল্লাহ সব কিছু শোনেন, সর্ববিষয়ে অবগত। - (সুরা নুর ২১)
.
অপর এক আয়াতে তিনি বলেছেনঃ
وَ مَا بِكُمۡ مِّنۡ نِّعۡمَۃٍ فَمِنَ اللّٰهِ
তোমরা যে সব নেয়ামত ভোগ কর তা তো আল্লাহর পক্ষ হতেই। ( সুরা নাহল ৫৩ )
.
অতএব হে ভাই, নেক আমল ও নেয়ামত প্রাপ্তি যেন আমাদেরকে ধোঁকায় না ফেলে। আমরা যেন কিছু নেক আমল করতে পেরে নিজেকে বড় কিছু ভাবা না শুরু করি। কারন আমি তো জানিনা এই আমল কবুল হবে কিনা, এই আমলের মাধ্যমে জান্নাত মিলবে কিনা।
উপরন্তু শুধু আমলের জোরে তো কেউ জান্নাতে যাবেনা। হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ
لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الْجَنَّةَ قَالُوا وَلاَ أَنْتَ يَا رَسُوْلَ اللهِ قَالَ لاَ وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِي اللهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ فَسَدِّدُوا وَقَارِبُوا
তোমাদের কোন ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবেনা। সাহাবীরা জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহর রাসূল! আপনাকেও নয়? তিনি বললেনঃ আমাকেও নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তাঁর করুণা ও দয়া দিয়ে আবৃত না করেন। কাজেই মধ্যমপন্থা অবলম্বন করো এবং নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যাও। (সহীহুল বুখারি ৫৬৭৩)
.
এই জন্য যখনই আমাদের মনে উজব বা আত্মমুগ্ধতার উদয় হবে তৎক্ষণাৎ সেটাকে মন থেকে দূর করে দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করুন।

মন্তব্য: ০