Alapon

দ্বীন প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি, কিছু বিক্ষিপ্ত ভাবনা-৬

দ্বীন প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি, কিছু বিক্ষিপ্ত ভাবনা-৬
ক. নিয়ন্ত্রণ সেক্যুলারদের হাতে
.
কিন্তু সমস্যা হচ্ছে, জনশক্তি ইসলামপন্থীদের হাতে থাকলেও সেই শক্তি এবং সমাজ ও রাষ্ট্রের নিয়ন্ত্রণ সেক্যুলারদের হাতে। হাতে গোনা পশ্চিমাদের কিছু ভাবশিষ্য ক্ষমতা ও নিয়ন্ত্রণের জায়গাগুলো দখল করে রেখেছে। রাজনীতি, প্রশাসন, মিডিয়া, সংস্কৃতি, ব্যবসা, শিক্ষাঙ্গনসহ যেসব বিন্দু থেকে কাজ করে তালকে তিল; তিলকে তাল, রাতকে দিন এবং দিনকে রাত, সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বানানো যায়, কিছু সেক্যুলার বুদ্ধিজীবি সে বিন্দুগুলো দখল করে দর্শকের সামনে পুরো দেশকে সেভাবেই দেখায়, যেভাবে দেখতে তারা পছন্দ করে। ফলে দেশে ঘটে যাওয়া সকল ঘটনাপ্রবাহ, ঘটনার প্রত্যক্ষদর্শী সামান্য কিছু মানুষ ব্যতীত, দেশ বিদেশের সবাই সেক্যুলার ও সেক্যুলারিজমের অনুকূল দেখে, অনুকূল মনে করে। অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন।

পঠিত : ৫১ বার

মন্তব্য: ০