Alapon

গাযায় গণহত্যার জন্য অস্ত্র দিচ্ছে ভারত-


.
এক বছরেরও বেশি সময় ধরে গা*যায় না*রকীয় হত্যা*যজ্ঞ চালাচ্ছে ই/স/র|য়েল। ইতিহাসের বর্বরতম এই গণহ*ত্যায় এখন পর্যন্ত ৫০* হাজারের অধিক মানুষ প্রা/ণ হ|রিয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। প্রায় প্রতিদিনই কয়েকশো মানুষ শ|হ|দ/ত বরণ করছেন। প্রতিনিয়ত এত বেশি মানুষ হ'তা/হত হচ্ছেন যে, শহীদদের দাফন কাফন ও আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। বিভিন্নস্থানে শহীদদের দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তাদের কাফন দাফন দেয়ার মত কেউ অবশিষ্ট নেই। উম্মতের সেই শহীদদের দেহগুলো রাস্তার কুকুর ছিঁ/ড়ে খ|চ্ছে।
.
হায়েনাদের অব্যহত বো/মা বর্ষণের ফলে পুরো গাজা সিটি ধ্বং*স্তুপে পরিণত হয়েছে। যেদিকে চোখ যায় শুধু ধ্বং*স আর ধ্বং*স। এসকল ধ্বং*স্তুপের নিচে এখনো শহীদের দে/হ চাপা পড়ে আছে, যাদের ভাগ্যে কাফন দাফন কিছুই জোটেনি। বাড়ি ঘর স্কুল কলেজ হাসপাতাল মসজিদ কিছুই অক্ষত নেই সেখানে। মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে সব।
.
বাড়িঘর সহায় সম্বল সব হারিয়ে দিশেহারা মানুষ যখন একটুখানি বাঁচার আশায় শরনার্থীশিবিরগুলোতে আশ্রয় নিয়েছে, সেখানেও শান্তিতে নেই তাঁরা। হঠাৎ হঠাৎ বিমানের গর্জন আর বো/মা পড়ার শব্দ শুনতে হচ্ছে, ধোঁয়া আর ধুলাবালি কমে আসলে দেখতে হচ্ছে স্ত্রী সন্তান ও প্রিয়জনের মর/দে*হ। শুধু তাই নয় ত্রাণ আটকে দিয়ে হাসপাতালে বো*ম্বিং করে কোন রকমে বেঁচে থাকা মানুষগুলোকেও হ/ত্যা করা হচ্ছে, যেন ফি/লি/স্তি-নি-দের বাড়িঘরে থাকার অধিকার তো নেইই, শরনার্থী শিবিরে কোনরকমে বেঁচে থাকার অধিকারও নেই।
.
আমি উপরে গা*যা পরিস্থিতির যেই বর্ণনা দিলাম, বাস্তব অবস্থা এর চেয়ে হাজারগুণ ভয়াবহ। সেই ভয়াবহতার বর্ণনা দেয়ার মত কোন শব্দ বাক্য আমার ভাণ্ডারে নেই। যারা সেখানে আছেন তারাই শুধু বুঝতে পারছেন পরিস্থিতি কতটা ভয়াবহ।
.
এই গণহ*ত্যায় অনেকগুলো দেশ ই/স/র|য়েলকে সহায়তা করছে। এর মধ্যে আ/মে/রিকা ও প/শ্চি"মা কয়েকটি দেশের কথা তো আমরা সবাই জানি। কিন্তু আমাদের পাশের একটি দেশও যে সহায়তা করছে সেটি হয়তো অনেকেরই অজানা। কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমে গা*যা গণহ*ত্যায় ভা*রতের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। ভা*রতের সরকারী মালিকানাধীন অ/স্ত্র নির্মাতা প্রতিষ্ঠান মি/উ"নিশনস ইন্ডিয়া লিমিটেড, বেসরকারী প্রিমিয়ার এক্সপ্লোসি*ভস ও আদানী ডিফেন্স এন্ড এরোস্পেস সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ই/স/র|য়েলে অ/স্ত্র গো'ল| ব|রুদ সাপ্লাই দিচ্ছে বলে জানা গেছে।
.
কয়েক মাস আগে ভা*রতের গো'ল| ব|রুদ বোঝাই একটি জাহাজ স্পেনে আটক হয়। জাহাজটি ইস*রা-য়েল বিরোধীদের নজর এড়ানোর জন্য পারস্য উপসাগর ও এডেন উপসাগরের সংক্ষিপ্ত রাস্তা ছেড়ে আফ্রিকা ঘুরে ইউরোপ হয়ে ই/সর|ই'লের দিকে যাচ্ছিল। কিন্তু তা স্বত্তেও স্পেনে গিয়ে ধরা পড়ে যায়। এরপরই ভারতের ই/স/র|য়েলকে সহযোগিতার বিষয়টি সামনে আসে। এরপর গা*যায় নিক্ষিপ্ত কিছু মিস।ইলে মেড ইন ই'ন্ডিয়| লেখা পাওয়া যাওয়ার পর বিষয়টি আরো পরিস্কার হয়।
.
বিষয়টি সামনে আসার পর ভ|র*তের কয়েকজন প্রাক্তন সরকারী কর্মকর্তা, এক্টিভিস্ট ও শিক্ষাবিদ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। মামলায় তাঁরা গণহ*ত্যায় সহযোগিতার কারণ দেখিয়ে অ/স্ত্র রফতানি নিষিদ্ধ করার আবেদন জানান। কিন্তু সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে দেয়।
.
এরপর এই বিষয়ে ভা*রতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরকে জিজ্ঞেস করা হলে তিনি কোন রাখঢাক ছাড়াই বলেনঃ ‘ই*সরা-ইল বিপদের সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাই আমরা এখন তাদের সহায়তা করছি। আমরা আমাদের দেশের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নিচ্ছি’
.
এই হল আমাদের পাশ্ববর্তী দেশের মুসলিম বি/দ্বে/ষের অবস্থা, চিন্তা করা যায় তাঁরা মুসলিম বিদ্বেষের কোন পর্যায়ে পৌঁছে গেছে?
.
প্রিয় পাঠক, এবার একটু ভাবুন যেই দেশটি গা-যা*য় মুসলিম হ/ত্যায় অংশ নিচ্ছে সেই দেশটি যে সুযোগ পেলে যে এই অঞ্চলের মুসলিমদের উপর হ|মলে পড়বেনা এমনটি কিভাবে নিশ্চিত হওয়া যায়। তাই সময় সুযোগ থাকতে আমাদের প্রস্তুতি নেয়া উচিত যেন আমরা সঠিকভাবে ওদের মোকাবেলায় দাঁড়াতে পারি।
.
.
তথ্যসূত্র-
১। শহীদদের দেহ কু*কুর খাওয়ার নির্মম দৃশ্য-
https://www.youtube.com/watch?v=0r2_IQQR2ao
২। আল জাযিরার প্রতিবেদন-
https://www.aljazeera.com/.../india-exports-rockets...
৩। স্পেনে জাহাজ আটকা পড়া-
https://www.youtube.com/watch?v=_YmWguz6N3A
৪। জয়শংকরের উত্তর-
https://www.youtube.com/watch?v=evI0efN7ED0
৫। গা*যায় মেড ইন ইন্ডিয়া মিসাইল পাওয়ার ভিডিও-
https://www.youtube.com/watch?v=3xN0XJM86CM
৬। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে মামলা খারিজ -
https://www.thehindu.com/.../supreme.../article68623257.ece
.
*অফিসিয়াল রিপোর্টে ৫০ হাজার বলা হলেও অনেক বিশ্লেষকের মতে বাস্তব সংখ্যা দুইলাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী গবেষণা ও পিআর-রিভিউ সাময়িকী ল্যানসেট এক সমীক্ষায় এই দাবি করেছে। কারণ রিপোর্টে তাদের তথ্যই জানানো হয় যাদের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে যারা ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে আছেন (বের করা সম্ভব হয়নি) এবং আরো যারা যুদ্ধের প্রভাবে অনাহারে বা অন্যভাবে মারা গেছেন তাদেরকে হিসাবে আনা হয়না।
.
সূত্রঃ https://www.aljazeera.com/.../gaza-toll-could-exceed...

পঠিত : ৩৬ বার

মন্তব্য: ০