Alapon

Highlight for all of us.

আপনার প্রশ্ন ছিল:
“বাংলাদেশের ১৭ কোটি মানুষ তো এই ঋণ নেয়নি। তাহলে কেন একজনের দোষে সবাইকে ভুগতে হবে?”

✔️ উত্তর:
মাত্র কয়েকজন বড় ব্যবসায়ী ও রাজনীতিবিদ বিশাল অঙ্কের ঋণ নিয়েছে এবং তা ফেরত দেয়নি। ফলে ব্যাংকগুলো ক্ষতির মুখে পড়েছে। তখন সরকার সেই ক্ষতি পোষাতে জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে।

???? এর ফলাফল:

ব্যাংকের সুদের হার বাড়ে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়।

জনগণকে প্রতক্ষ বা পরোক্ষভাবে এই ঋণের বোঝা টানতে হয়, যদিও তারা কোনো ঋণ নেয়নি।


✅ মূল বক্তব্য:
“১% মানুষ দোষ করেছে, কিন্তু ৯৯% মানুষ সেই শাস্তি ভোগ করছে।”

পঠিত : ২২ বার

মন্তব্য: ০