Alapon

আল্লাহর অবসরপ্রাপ্ত দিনগুলো

আল্লাহ আজকাল অবসর নিয়েছেন,
ভোরে উঠে চা খান, খবরের কাগজ পড়েন।
দুঃখে নন, বরং ক্লান্ত—
অনুসারী মানুষের প্রার্থনায় বড্ড বেশি শব্দ হতো।

"আগে আমিই সৃষ্টি করতাম," —
বললেন একদিন হেসে,
"এখন অ্যাপসে করে সবাই,
আমার কি আর কাজ আছে বেশে?"

দুই চোখে চশমা, হাতে স্টিক,
জীবনের লীলা এখন টিকটকে,
দোযখ- বেহেশত বন্ধ—সার্ভার ডাউন,
স্বপ্নের বদলে মানুষ দেখে স্ক্রিন।

একদিন বৃষ্টি নামলো না সময়মতো,
পাহাড়ে ডাকলো তার এক রসূল গম্ভীর,
"হে আল্লাহ, কোথায় তুমি?"
আল্লাহ বললেন, "ঐ জিনিস এখন AI করে দিচ্ছে ভাই!"

পঠিত : ৩০ বার

মন্তব্য: ০