Alapon

অনলাইন বুলিং



এক ব্যক্তি আবু বকর (রা.)–কে গালাগালি করছিল।
তিনি চুপচাপ শুনে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ ﷺ পাশে বসে হাসছিলেন।

একটু পর আবু বকর (রা.) জবাব দিলেন, নবী ﷺ উঠে গেলেন।
তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
“হে আল্লাহর রাসূল ﷺ! আমি যখন চুপ ছিলাম, আপনি বসে ছিলেন; আমি যখন জবাব দিলাম, তখন আপনি চলে গেলেন কেন?”

রাসূলুল্লাহ ﷺ বললেন —
“তুমি যখন চুপ ছিলে, তখন ফেরেশতা তোমার হয়ে জবাব দিচ্ছিল।
কিন্তু যখন তুমি নিজে জবাব দিলে, তখন শয়তান এসে গেল। আর আমি শয়তানের পাশে বসি না।”
(সুনান আবু দাউদ: ৪৮৯৬)

শিক্ষা:
কখনও কখনও নীরবতাই সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া।
চুপ থাকা মানে হেরে যাওয়া নয় — বরং আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত থাকা।

পঠিত : ২৪ বার

মন্তব্য: ০