ওয়ান বক্স পলিসি: ঐক্য না কৌশল?
তারিখঃ ৩ নভেম্বর, ২০২৫, ১৯:৪৯
জামায়াত এখন সরাসরি 'One Box Policy' নিয়ে কথা বলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ সমমনা ৮ দল নিয়ে জামায়াতের এই পলিসির কথা জরুরি ব্রিফিংয়ের মাধ্যমে সম্প্রতি প্রকাশ করা হয়েছে।
গণভোট, আগামী নির্বাচন এবং রাজনৈতিক সমঝোতার জন্যেই এই ‘ওয়ান বক্স পলিসি’.. যেখানে জামায়াত অন্যান্য ইসলামিক দলের সাথে জোট করবে না, সরাসরি সবাই একদলের মতো থাকবে। এক ব্যানারে, এক প্রতীকী পরিচয়ে অংশ নিবে। ১৯৯০ এর ইসলামী ঐক্য জোটের মতো বলা যায়..
জাতীয় নির্বাচনে যেখানে প্রত্যেকটি আসনে প্রার্থীর টিকিট থাকবে একটি, একজন। অন্যরা সেখানে নিজেদের ক্যান্ডিডেট দিবে না। ৮টি ইসলামী সমমনা দলের সাথে জামায়াতের এই 'ওয়ান বক্স পলিসি' কতটুকু ফাংশনেবল হয়, তা-ই দেখার বিষয়।
কারণ, বিশ্ববিদ্যালয় সংসদ গুলোতে ছাত্রশিবির এধরনের কোনো লিঁয়াজো পলিসি করেনি ইসলামী সংগঠনগুলোর সাথে। ইনক্লুসিভ-ভাবে করেছে। যদি করতো, তাহলে তাদের পরিসংখ্যান ভিন্ন দাঁড়াতো। ডেমোক্র্যাটিক ইলেকশনে.. মাঠপর্যায়ে ইসলামী রাজনীতির ভেতরের বিভাজন, নেতৃত্বকেন্দ্রিক দ্বন্দ্ব এবং ভোটব্যাংকের অমিল এখনো প্রকট।
– ফাইজান বিন হক

মন্তব্য: ০