Alapon

: উত্তরসূরি

বই: উত্তরসূরি -
আধুনিক শিক্ষায় শিক্ষিত এক যুবকের আত্মানুসন্ধান

আরিফুল ইসলামের "উত্তরসূরি" বইটি আধুনিক শিক্ষাব্যবস্থায় বেড়ে ওঠা এক যুবকের আত্মানুসন্ধানের এক চমৎকার চিত্রায়ন।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আনাস, যে কিনা "নলেজ" এবং "স্কলার" শব্দ শুনলেই কেবল পাশ্চাত্য সভ্যতার জ্ঞানীদের ছবিই তার মানসপটে দেখতে পায়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে কেবল পশ্চিমা চিন্তাবিদদের সাথেই তার পরিচয়, যার ফলস্বরূপ সে ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম গাজালী, কিংবা ইমাম ইবনে তাইমিয়ার মতো মুসলিম স্কলারদের নাম দশজন জ্ঞানীর তালিকায় রাখতে পারে না। আনাস অজ্ঞেয়বাদী বা নাস্তিক না হয়েও তাদের সাথে তার এই 'অপরিচিতি' তাকে আমাদের চারপাশে দেখা আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণদের এক প্রতিনিধি হিসেবে দাঁড় করিয়ে দেয়।

উপন্যাসের গল্প মোড় নেয় যখন আনাস কোনো এক অপ্রত্যাশিত কারণে মুসলিম সভ্যতার কিংবদন্তিদের সাথে পরিচিত হতে শুরু করে। ধীরে ধীরে তার সামনে উন্মোচিত হয় এক লুকানো ইতিহাস, যা এতদিন তার কাছে অগোচরেই ছিল। এই নতুন আবিষ্কার আনাসকে বিস্মিত করে তোলে। সে জানতে পারে, নবীজি (সা.) যাদেরকে তাঁর "উত্তরসূরি" বলেছেন, তারা নিজেদের এই উপাধিটিকে হালকাভাবে নেননি। বরং, দিন-রাত কঠোর পরিশ্রম করে, অসংখ্য নির্ঘুম রাত কাটিয়ে তারা এমন এক ইতিহাস রচনা করেছেন যা সহজে ভোলার নয়।

"উত্তরসূরি" বইটি কেবল একটি গল্প নয়, এটি একটি আহ্বান। আনাসের হাত ধরে লেখক পাঠককে সেই কিংবদন্তিদের সাথে পরিচয় করিয়ে দেন, যাদের অবদান মুসলিম সভ্যতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। বইটি আধুনিক প্রজন্মের কাছে মুসলিম স্কলারদের কর্ম, ত্যাগ ও জ্ঞানের বিশালতাকে তুলে ধরে। এটি আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থা এবং ইতিহাস চর্চার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে এবং নিজস্ব ঐতিহ্য ও মূলকে জানার গুরুত্বের উপর জোর দেয়।

লেখক আরিফুল ইসলাম অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় গল্পের বুনন করেছেন, যা পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখে। আনাসের যাত্রার মাধ্যমে বইটি আমাদের শেখায় যে, জ্ঞান কেবল একমুখী হতে পারে না; আমাদের নিজেদের ঐতিহ্য ও শেকড়কেও জানতে হবে।


যারা মুসলিম ইতিহাসের কিংবদন্তি এবং তাদের অবদান সম্পর্কে জানতে আগ্রহী, অথবা যারা নিজেদের পরিচয়ের সন্ধানে আছেন, তাদের জন্য "উত্তরসূরি" বইটি একটি অবশ্যপাঠ্য। এটি কেবল একটি বই নয়, এটি আত্মানুসন্ধানের এক নতুন দিগন্ত উন্মোচনকারী একটি অভিজ্ঞতা।

-afnan.
#bookreview

পঠিত : ৫৫ বার

মন্তব্য: ০