Alapon

দয়া করে আমাকে ভালোবাসো --- অর্ঘ্যদীপ চক্রবর্তী

দয়া করে আমাকে ভালোবাসো
আমি বড়ো দুঃখে আছি গো
আমি সুখে থাকতে চাই
আমি ভালোবাসা চাই
দয়া করে আমাকে ভালোবাসো
আমার দুঃখ-জ্বালা দূর করো।
কিন্তু আমাকে ভালো না লাগলে ভালোবাসবে কীভাবে
কাউকে ভালোবাসা যায় না জোর করে।
কিন্তু আমাকে ভালোবাসো মানবিকতার কথা ভেবে
তবে জোর করছি না তোমাকে
যদি তোমার মন সায় দেয় তবেই না হয় ভালোবেসো
কাউকে সুখে রাখা এক মহৎ কাজ জানো তো
তুমি না হয় তেমনই কোনো একটা কাজ করলে
ভালো কাজ করে যে
ঈশ্বর করেন আশীর্বাদ তাকে।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩/১১/২০২৫

পঠিত : ২২ বার

মন্তব্য: ০