Alapon



আলাপন ব্লগে স্বাগতম। আলাপন ব্লগ সকলের জন্য উন্মুক্ত একটি প্লাটফর্ম। এখানের যেকোনো লেখা যে কেউই পড়তে ও শেয়ার করতে পারবেন। এজন্য আপনাকে কিছুই করতে হবে না। কেবল www.alaponblog.com এ প্রবেশ করলেই হবে। তবে আপনি যদি আলাপন ব্লগে লিখতে বা কোনো লেখাতে মন্তব্য করতে চান তবে আপনাকে অবশ্যই আলাপন ব্লগে রেজিস্ট্রেশন করতে হবে। খুব সহজ পদ্ধতির রেজিস্ট্রেশনটি সম্পন্ন করলেই আপনি আলাপন ব্লগের একজন নিবন্ধিত/রেজিষ্টার্ড ব্লগার হয়ে যাবেন। তার আগ পর্যন্ত আপনি আলাপন ব্লগের কেবলই একজন ভিজিটর বা অতিথি।


১। যেভাবে আলাপন ব্লগে রেজিস্ট্রেশন/নিবন্ধন করবেন
আলাপন ব্লগে রেজিস্ট্রেশন করা ফেসবুক টুইটারে আইডি খোলার মতই সহজ একটি ব্যাপার। রেজিস্ট্রেশনের জন্য প্রথমেই হোম পেজের ডান পাশের ‘রেজিস্ট্রেশন’ অপশনটিতে ক্লিক করতে হবে (নিচের ছবিতে দেখুন)

রেজিস্ট্রেশন এ ক্লিক করার পর একটি রেজিস্ট্রেশন ফরম ওপেন হবে। সেটাতে ইউজার নেম, মেইল, পাসওয়ার্ডসহ প্রয়োজনীয় কিছু তথ্য দিতে হবে। (নিচের ছবিতে দেখুন)

এখানে লক্ষণীয় যে ইউজার নেমটি অবশ্যই অন্য কারো সাথে মিলতে পারবে না। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই পরবর্তীতে আপনি ব্লগে লগইন করবেন। আর ব্লগে আপনার নাম অপশনটিও গুরুত্বপূর্ণ। কারণ ব্লগে আপনি এই নামেই পরিচিত হবেন। এই নামটিও অন্য কারো সাথে মিলতে পারবে না। এটি আপনার আসল নামও হতে পারে আবার ছদ্মনামও হতে পারে।

সবশেষে একটি ছবি যুক্ত করে (যেটা আপনার প্রোফাইল পিকচার হবে) ও ব্লগের নীতিমালা অপশনে টিক দিয়ে (নীতিমালা পড়ার পর যদি সম্মত হন) ‘লগইন’ অপশনে ক্লিক করলে ভেরিফিকেশনের জন্য আপনার ইমেইল-এ একটি লিংক পাঠানো হবে। নিচের ছবিতে দেখুন।

মেইল ওপেন করে লিংকে ক্লিক করলেই আপনার একাউন্টটি একটিভ হয়ে যাবে। মাঝে মাঝে মেইলের ইনবক্স অপশনে না গিয়ে মেইলের spam অপশনে যেতে পারে। 

ব্যস, এবার আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ব্লগে লগইন করুন এবং শুরু করুন ব্লগিং।

২। যেভাবে ব্লগ লিখবেন বা পোস্ট করবেন
লগইন করার পর হোমপেজের ডানদিকে আপনার প্রোফাইলের নিচেই ‘ব্লগ লিখুন’ অপশনটি পাবেন। এটাই হলো নতুন লেখা পোস্ট করার অপশন (নিচের ছবিতে দেখুন)

‘ব্লগ লিখুন’ অপশনে ক্লিক করলেই ‘নতুন ব্লগ লিখুন’ নামে একটি পাতা ওপেন হবে। এটাই হলো ব্লগ লিখার পাতা। শুরুতেই শিরোনাম লিখুন। ‘ট্যাগ লিখুন’ অপশনে কমা(’) ব্যবহার করে প্রয়োজনীয় ট্যাগ দিতে পারেন। এবার ‘বিস্তারিত লিখুন’ বক্সে আপনার লেখার বিস্তারিত লিখুন।


লেখাতে লিংক যুক্ত করুন
কোনো লেখার মধ্যে প্রামাণ্য লিংক দিতে চাইলে অর্থাৎ হাইপারলিংক করতে চাইলে লেখার যেই অংশের সাথে লিংকটি যুক্ত করে দিতে চান সেই অংশটুকু সিলেক্ট করে লিংক যুক্ত করার আইকনটিতে ক্লিক করুন। একটি ছোটো উইনডো ওপেন হবে। সেটাতে URL এর যায়গায় কপি করা লিংকটি দিন এবং তারপর লিংক সংযুক্ত করুন এ ক্লিক করুন। (নিচের ছবিতে দেখুন)

লেখাতে ছবি যুক্ত করুন

লেখার ভিতর আপনি যত ইচ্ছা প্রাসঙ্গিক ছবি যুক্ত করতে পারবেন। লেখার ভিতর যেইখানে ছবি যুক্ত করতে চান, সেখানে কার্সর রেখে ইমেজ ইনসার্ট নামক ছবি যুক্ত করার আইকনটিতে ক্লিক করুন। (নিচের ছবিতে দেখুন)

ইমেজ দেয়ার আইকনে ক্লিক করলে একটি উইনডো ওপেন হবে। সেখানে আপনি Choose File সিলেক্ট করে ছবি আপলোড করতে পারবেন।

লেখাতে ভিডিও যুক্ত করুন

আপনি লেখার মধ্যে প্রাসঙ্গিক ভিডিও যুক্ত করতে পারবেন। প্রথমেই ভিডিওর লিংকটি (ইউটিউব বা অন্যান্য) কপি করুন। এবার লেখার যেই স্থানে ভিডিওটি এড করতে চান কার্সরটি সেখানে রেখে ভিডিও দেয়ার আইকনটিতে ক্লিক করুন। এবার একটি উইনডো ওপেন হবে। সেখানের লিংক যুক্ত করুন অপসনে কপিকৃত লিংকটি পেষ্ট করে নিচের ‍Submit বাটনে ক্লিক করুন।(নিচের ছবিতে দেখুন)

লেখার স্টাইল সংশ্লিষ্ট অন্যান্য অপশন
লেখার কোনো অংশকে হাইলাইট করতে B চিহ্নিত বোল্ড আইকন ব্যবহার করতে পারবেন। এছাড়াও ইটালিক এবং আন্ডার লাইন করে হাইলাইট করারও অপশন রয়েছে।
সবকিছু দেয়া হয়ে গেলে সবার নিচের দিকের ‘Submit’ অপসনে ক্লিক করলেই আপনার লেখাটি পোস্ট হয়ে যাবে।

৩। লেখা ড্রাফট করবেন যেভাবে
আপনার লেখাটি তাৎক্ষণিক পোস্ট না করে পরে যেকোনো সময় পোস্ট করার জন্য লেখাটি ড্রাফটে সেভ করে রাখতে পারবেন। এজন্য আপনাকে ‘Submit’ অপশনের উপরের দিকের ‘ড্রাফট’ নামক অপশনটিতে টিক দিয়ে তারপর ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।

৪। পোস্ট এডিট ও ডিলিট করবেন যেভাবে
প্রত্যেক পোস্টের শিরোনামের নিচের দিকে পোস্ট সম্পাদনা ও ডিলিট করার অপশন আছে। সেগুলোর মাধ্যমে আপনি পোস্ট সম্পাদনা এবং ডিলিট করতে পারবেন। (নিচের ছবিতে দেখুন)

৫। মন্তব্য ও প্রতিমন্তব্য করবেন যেভাবে
ব্লগের যেকোনো পোস্টে মন্তব্য বা প্রতিমন্তব্য করতে হলে আপনাকে অবশ্যই রেজিস্টার্ড ব্লগার হতে হবে এবং লগইন অবস্থায় থাকতে হবে। লেখার সর্বনিচে মন্তব্য লেখার বক্সে মন্তব্য লিখে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। (নিচের ছবিতে দেখুন)

কোনো মন্তব্যের প্রতিমন্তব্য কেবলমাত্র পোস্টদাতাই করতে পারবেন। এজন্য ‘রিপ্লাই’ অপশনে ক্লিক করতে হবে।

৬। শেয়ার

আপনার নিজের বা অন্য কারো পোস্ট আপনি ফেসবুক টুইটারসহ বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারবেন। এটা পোস্টের উপরের দিকে সোশ্যাল আইকনগুলোর মাধ্যমেও করতে পারবেন আবার পোস্টের লিংক কপি করেও করতে পারবেন।

আপাতত টিউটোরিয়াল এই পর্যন্তই। এরপরেও ব্লগের কোনো কিছু না বুঝে থাকলে মন্তব্য বক্সে জানালে আমরা সেটি টিউটোরিয়ালে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো।
তো আর দেরি কেনো? এখনই শুরু হয়ে যাক আলাপনের আলাপ। শুরু হয়ে যাক ব্লগিং। শুভকামনা সবার প্রতি।

 










Free Space