Alapon

বিদায়ী বছরে সড়কে প্রাণ গেল ৪৪৩৯ জনের


২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সড়কে প্রাণ গেছে ৪ হাজার ৪৩৯ জনের। আর আহত হয়েছেন ৭ হাজার ৪২৫ জন। এসময় মোট সারাদেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা প্রায় ৩ হাজার ১০৩টি।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এতথ্য দেন সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০১৮ সালে বেশিভাগ সড়ক দুর্ঘটনা ঘটে বড় বড় শহর ও হাইওয়েতে। ছোট ছোট অবৈধ্য যানবাহন যেমন ভ্যান, রিক্সা, নসিমন, অটো রিক্সা ইত্যাদিকে এজন্য দায়ী বলে অভিমত ব্যক্ত করেন।

রাজনৈতিক ইশতেহারে বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা আন্তরিকতার সাথে দ্রুত বাস্তবায়ন করলে ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ ভাগ কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পঠিত : ৭১২ বার

মন্তব্য: ০