Alapon

অরন্যে গোয়েন্দাবাস -১


অরন্যে গোয়েন্দাবাস-১

প্রথম বিশ্বযুদ্ধের সামরিক জয় পরাজয়ের ঘনঘাটা শেষেই শুরু হলো উভয় পক্ষের আত্ম বিশ্লেষন,কোন পক্ষের পরিক্পনায় কোথায় ভূল ছিল।যা হবার যা ঘটবার তাতো শেষ।ভবিষ্যতে যেন ভুল না হয় সেই পরিকল্পনা সামনে নিয়ে ধাবমান সামরিক জান্তারা।যুদ্ধে পরাজয়ের বড়কারন গুলোর মধ্যে গোয়েন্দা তথ্যের নির্ভুলতা ও সঠিক তথ্য সরবরাহ বড় একটি বিষয়।কোন একটি দেশ তাদের গোয়েন্দাগীরি উন্নত করার জন্য, তারা প্রথমে জনবল রিক্রুটিং শুরু করবে।কিছু কিছু জান্তা বললো,সামরিক বাহিনীর ভিতর থেকে বাছাই করা হোক,কেউ কেউ বললো না পাবলিক থেকে ভাল ভাল স্কলার নিয়োগ দেয়া হোক কিন্ত এখানে একজন অত্যান্ত বৃদ্ধ নাবিক ছিল, যে পদাতিক বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধবন্দী হয়েছিল। পরে কৌশলে সে পালিয়ে আসে।তার একটা চোখ শত্রূ বাহিনী উঠিয়ে নিয়েছিল।সে বললো তোমরা কি আমার একটা প্রস্তাব রাখবে? তোমরা যে পরিকল্পনা করছো তা অনেক দেশেই বিদ্যমান পুরাতন।নুতন কিছু যদি করতে চাও তাহলে আমার প্রস্তাবে মনোযোগ দাও।,,,,চলবে

পঠিত : ৮৯০ বার

মন্তব্য: ০