Alapon

রেখে যাও কিছু

পৃথিবীর বুকে এসোছো যখন
 চলে তো একদিন যাবে
 দঃখ কষ্টের সম্পত্তি গড়া
 সবাই লুটে খাবে।

 তাই,
 রেখে গিয়ে এই সম্পদ
 কি বা লাভ হবে?
 তার চেয়ে রেখে যাও  এমন কীর্তি
 মৃত্যুর পর সবাই স্মরবে  তোমার স্মৃতি।

 চোখটা একবার বন্ধ করো
 দেখ সবই অন্ধকার,
 পরো জীবনে পাবে শুধু
 ছোট্ট একটা মাটির ঘর।

 আজ আছো কাল চলে  যাবে
 এটাই সৃষ্টিকর্তার খেলা,
 ছেড়ে দাও ধরাত্রির নব্য রঙের
 মেলা।

 ভালো কর্ম তোমায় কিছু  দিবে না
 দিবে শুধু কীর্তি,
 মৃত্যুর পর তাই তো সবাই
 স্মরবে তোমার স্মৃতি।

নঃমস্কার করো ভালো কর্মের
 ওহে সভ্য মানব,
 ধরাত্রির নব্য মেলায়
 হয়ে যেওনা দানব।

পঠিত : ৭৫৮ বার

মন্তব্য: ০