Alapon

জোনাই

কত আলো দেখে যাই
কত আলো দিয়ে পথ হেটে যাই
আমার আলোর তৃষ্ণা,
কেউ মিটাতে পারে না
পারে শুধু জোনাই।
ঝিঝি পোকা করে ঝিঃ ঝিঃ
গান গেয়ে উড়ে চলে কত পাখি
আমার মনের তৃষ্ণা মিটায় জোনাকি।

গান গায় কথা কয়,
শালিক,টিয়া,ময়না পাখি
রাত হলে ঝোপ-জাড়ে আলো
দেয় শুধু জোনাকি।
দেখতে ক্ষুদ্র,কিনে না কেউ
দিয়ে মুদ্র-
কথা সে কয় না
গায় না সে শুরে শুরে গান
টিপটিপিয়ে আলো দিয়ে সে
কেড়ে নেয় মানুষের মন।

মানুষের মন সুন্দর করে
দিয়ে সে রাতে আলো
রাত ফুরালে কেউ তারে
বাসে না আর ভালো।

পঠিত : ১০০৭ বার

মন্তব্য: ০