Alapon

হঠ্যাৎ এলো বৃষ্টি


হঠ্যাৎ এলো বৃষ্টি
ভিজলো মাঠ ক্ষেত
নতুন হাওয়ার সৃষ্টি।

ভাবছো বুঝি তুমি
কার ইশারায় হলো 
ভাবুক চোখের দৃষ্টি।

মরা প্রান্তর মাঠ ঘাট
ফিরে যে পেলো প্রাণ
চাষির মুখে হাসি।

দিনের পরে রাত্রি
জীবন শেষে মৃত্যু
মিছে ভালোবাসি।

এসব কিছু বুঝো
স্রষ্টাকে অাজ খোজ
সবই যে তার সৃষ্টি।

পঠিত : ৮৮০ বার

মন্তব্য: ০