Alapon

থাকব না যেদিন আমি

যেদিন চলে যাবো,
ধরাত্রির বুক ছেড়ে,
সেদিনও দেখিব স্বপ্ন
তোমায় নিয়ে,একলা ঘরে।

যাওয়ার ঠিক পূর্বক্ষনে
তোমায় মনে রাখব
একলা ঘরে,অন্ধকারে
তোমায় নিয়ে ভাববো।

থাকব না যেদিন আমি
হয়তো থাকবে তুমি,
সেদিনও আমায় মনে রেখ,
আমার রেখে যাওয়া স্মৃতি
একটু গায়ে মেখো।

যেদিন আমি না থাকবো
আমার বাড়ির দক্ষিন পাশে
দুরবা ঘাসের উপর বসে,
আমার রেখে যাওয়া স্মতি
একলা একটু ভেবো।

থাকব না যেদিন আমি
সেদিনও হাঁসগুল খালে-বিলে খেলবে
আমার বাড়ির টিয়ে
ছোট গলায় গান গাইবে।

ওদের দিকে তাকিয়ে
আমায় মনেরেখ
বকুল ফুল দিয়ে আমার,
জন্য একটি মালা গেঁথো।

পঠিত : ৭৮৯ বার

মন্তব্য: ০