Alapon

এ কেমন স্বাধিনতা

কত সুন্দর এই দেশটা,
কি সুন্দর প্রকৃতি
তাহার বুকে ঝমে আছে
কত মহান ব্যাক্তির কীর্তি।

স্বাধিন আজ তুমি হে দেশ
আমরা পূর্ণ স্বাধিন নয়
কৃষক,শ্রমিক,দিনমজুরের কপালে,
আজও শান্তি মিলে নায়।

ধনি ব্যাক্তি দেশের প্রভু
আমরা মজুর কুলি।

সত্য কথা বললে কভু
পুলিশ দেয় গুলি।

এই সুযগে সন্ত্রীসি
ওড়ায় মাথার খুলি।

ভয়ে ভয়ে ভয়ে সাধারণ মানুষ
সত্য গেছি ভুলি।

এ কেমন স্বাধিনতা?
স্বাধিনতা কি শুধু দেশের?
স্বাধিনতা দরকার
দেশের মানুষের।

পঠিত : ৭২৮৯৬ বার

মন্তব্য: ০