Alapon

হোয়াই অলওয়েজ মি!!

বাবা-মা দুইজনকেই হারিয়েছেন।
হারিয়েছেন প্রিয়তমা স্ত্রীকে।
সাত সন্তানের মধ্যে ছয়জন তাঁর জীবদ্দশাতেই মারা গিয়েছিল।
হারিয়েছেন প্রাণপ্রিয় আত্মীয়-স্বজনদের যারা সবসময় মানুষের অত্যাচারে তাঁর প্রতি ঢাল হয়ে দাঁড়িয়েছিল।
সমাজ তাঁকে বয়কট করেছে। 
দেশ থেকে মানুষজন তাঁকে তাড়িয়ে দিয়েছে।
জীবন কাটিয়েছেন একদম মিসকিনের মতো। মাসের পর মাস চলে যেতো। তাঁর ঘরে কোন রান্না-বান্না হতো না। শুকনো খেজুর আর পানিতেই দিন কাটতো। 

ওপরের যে কোন একটি ঘটনা নিজের জীবনে ঘটলেই বহু মানুষ আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস করা শুরু করে। তারা বলে, “হোয়াই অলওয়েজ মি! আল্লাহ থাকলে আমার জীবনে এতো কষ্ট থাকবে কেন?” সেদিন দেখলাম এসএসসিতে ফেল করে এক ছেলে ঘোষণা দিয়েছে, সে নাস্তিক হয়ে গিয়েছে। আল্লাহু আকবার! 

ওপরের প্রত্যেকটি ঘটনার যন্ত্রণা সইতে হয়েছে রাসূল (সা)-কে। তারপরেও তিনি তাঁর রবের প্রতি ঈমানহারা হননি। বরং তাঁর জবান থেকে আসমান ও জমীনের রবের প্রতি ক্ষণে ক্ষণে প্রশংসা বাণী উচ্চারিত হতো। আল্লাহ তা‘আলা তাঁর সকল গুনাহ মাফ করে দিয়েছিলেন। তবুও তিনি রাত জেগে সালাত আদায় করতে করতে পা ফুলিয়ে ফেলতেন। বলতেন, “আমি কি আমার রবের একজন শোকর গুজার বান্দা হবো না?” 

এরপর থেকে দুঃখ-কষ্ট এলে জীবনটাকে রাসূলের (সা) জীবনের সমান্তরালে নিয়ে ভাববেন। যদি যাতনা ছাড়াই সবকিছু পার হয়ে যেতো, তবে আমরা একে ‘দুনিয়া’ বলতাম না। জান্নাত বলতাম।

পঠিত : ৫৩৩ বার

মন্তব্য: ০