Alapon

আমাকে আমি

আমাকে আমি
-----------এন.ইকবাল।
সাজিয়ে লিখি,
মনের ব্যাথা,জীবনের কথা,
কিন্তু আমি কবি নয়।
মনের পটে কতো আকাঁ-আকিঁ,
কিন্তু সেটা ছবি নয়।
আমার আমিতে শুধুই আমি,
কেউতো এর ভাগী নয়।
কল্পিত -জল্পিত কত শত কথা,
কিছু যথা,কিছু তথা,
পরক্ষনে মনে হয়,সবই অযথা।
কে আমি,কেনো আমি,
                   কেনো আমার আসা,
এতো মায়া,এতো মমতায়,
               সাজালো কে ক্লেষ্ট বাসা।
হারিয়েছি মুখ,হারিয়েছি সুখ,
ব্যাথার দুয়ারে আমি অদ্ভুদ,
হারানো হিয়ার খুজিতেছি মূল।
,,,,,,,,,, ইঞ্জিনিয়ার নাসীর ইকবাল,,,,,,,,,,,,,,,,

পঠিত : ৮৩২ বার

মন্তব্য: ০