Alapon

আবার আসিলাম ফিরে

আবার আসিলাম ফিরে
বহুপথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে,
আধারের নীড়ে।
সোনালী সকাল ফেলে
দুপুর ছুয়ে সন্ধার কাল পেরিয়ে
সুভ্রতার নুপুর পরা,জোছনা রাত পাবো বলে।
ছেচল্লিশ ক্রোশ হয়েছি পার
ধেয়েছি তিমির  উত্তাল পাথার।
তবু মনে হয় হয়েছি পার কিঞ্চিৎ ধার,
ঈষাণ কূল এখনো বহুদূর
সম্মুখে আমার সীমাহীন বাধার।

পঠিত : ৫১৩ বার

মন্তব্য: ০