Alapon

তুমি ছাড়া আমি

তুমি ছাড়া আমি আজ ছিন্নমুকুল
তুমি ছাড়া আমার নদীর ভাঙছে দুই কুল।

তুমি ছাড়া আমি শুকনো পতার মতো ঝড়প যাচ্ছি,
তুমি ছাড়া আমি আজ কষ্টের দুর্গন্ধ সহ্য করছি।

তুমি ছাড়া আমি আজ শেষ মাঘের গাছ,
তুমি ছাড়া সুখহীন আমার চিত্ত হাট।

তুমি ছাড়া আমি গ্রীস্মের রোদে পোড়া শুকনো মাঠ,
তুমি ছাড়া আমি জলহীন শুকনো পুকুরের ঘাট।

তুমি ছাড়া দখিনা বাতাসও আমার কাছে আগুনের সমতুল,
তুমি ছাড়া সকাল বিকাল সর্ব কর্মে হয় ভুল।

পঠিত : ১১০০ বার

মন্তব্য: ০