Alapon

মা

আমাদের বর্তমান যুগের ছেলে-মেয়েরা মাকে চিনি না।অন্ধ ভালোবাসায় পড়ে মাকে ভুলে যাই।বিবাহের পরে মায়ের থেকে আলাদা হয়ে যাই অনেকেই।স্ত্রীর কথা মতো মাকে গালিও দেয় অনেকে।সে স্ত্রী এলটি বারও চিন্তা করে না যে, আমিও একটি শিশুর মা সে শিশুও একদিন বিবাহিত হবে।মাজে মাজে অনেক ছেলে-মেয়েকে দেখি মাকে গলি দিচ্ছে গালি দেওয়ার কারন হচ্ছে সে তার প্রিয় মানুষটির(প্রেমিক/প্রেমিকা) সাথে কথা বলা অবস্থায় তার মা তাকে ডাক দিয়ে কোন একটা কাজ করতে বলেছে।
আহ্ যে মা আমাদের জন্য এত কষ্ট করছে আজ তুচ্ছ ভালোবাসার কাছে মায়ের অবিরাম ভালোবাসা পরাজিত।
রাতে ঘুমাতে যাওয়ার আগেবএকটি বার ভাববেন মাকে নিয়ে।এ মা বপনার জন্য কি করেছে?আর আপনি তার জন্য কি করছেন?
একটি শিশুকে তার মা কতটা ভালোবাসে তার জন্য কত কষ্ট করে,করে যে কতো আত্মত্যাগ তা মুখে বলে বা কোথাও লিখে শেষ করা যাবেনা।আমার মতে মায়ের ভালোবাসা সম্পর্কে লিখতে যাওয়াটাও বোকামি।পৃথিবীর জন্মলগ্ন থেকে যদি এ পর্যন্ত লেখা হতো তবুও লেখা শেষ হইতো না।মায়ের ভালোবাসা পরিমাপ করা যায় না এটাকে চিত্তে অনুভব করতেবহয়।তাহলে মায়ের প্রতিও আপনার ভালেআাসা আসবে।এমন ভালোবাসা আসবে যেটা আপনার তুচ্ছ ভালোবাসার কাছে পরা্যিত হবে।
মাকে ভালোবাসতে শিখুন,মাকে বুকে আগলে রাখুন।

পঠিত : ২৬০৭৪ বার

মন্তব্য: ০