Alapon

অন্যের মৃত্যুতে আনন্দ উল্লাস।

আমাদের বর্তমান সরকারের সব চেয়ে বড় সফলতা হল, অন্যের মৃত্যুতে আনন্দ উল্লাস করার ব্যাপার টা সহজ করে দেওয়া।

শাহবাগ থেকে ফাঁসির মিছিল ও মিষ্টি বিতরণ এবং কিছুদিন যাবত ক্রসফায়ার নামে বিচারবহির্ভূত হত্যা,বন্দুকযুদ্ধের নামে নিরীহ ও মাদক ব্যবসায়ীদের হত্যা।এসব এখন কিছু নির্বোধ মানুষের আনন্দের বিষয় বস্তু হয়ে দাঁড়িয়েছে। একশ্রেণির মানুষ এসব কর্ম করে নিজের ক্ষমতার দাপট ও অর্থের পাহাড় গড়ে তুলছে,অন্যদিকে আরেক দল এসবকে সমর্থন দিচ্ছে এবং মজা নিচ্ছে। দিন শেষে ঝড়ে যাচ্ছে কিছু তাজা প্রাণ, নিভে যাচ্ছে হাজারো লালিত স্বপ্ন।

আজ থেকে ১৫০০ শত বছর পূর্বের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, মানুষ মানুষকে হত্যা করে আনন্দ উল্লাস ও মৃত ব্যক্তিকে মাঝখানে রেখে নাচানাচি করতো। তুচ্ছ বিষয় নিয়ে একে অন্যকে হত্যা করতো।মানুষের মাঝে ছিলনা কোন মানবতাবোধ,মানুষ বুঝতোনা কোনটা ন্যায় আর কোনটা অন্যায়।তবে তখনকার সময়টা ছিল অন্ধকার ও অজ্ঞতার যুগ।সেসময়ে তাদের ছিলনা কোন অক্ষর জ্ঞান।

সভ্যতার শীর্ষে এখন আমরা,এই যুগকে বলা হয়ে থাকে সভ্যতার যুগ।আর সভ্য রাষ্ট্রে চলছে যতসব অসভ্য কর্মকাণ্ড।বিশ্ব যেখানে সামনে এগিয়ে যাচ্ছে সভ্যতা কে সামনে নিয়ে,সেখানে আমরা অসভ্যতা কে অালিঙ্গন করে পিছনে ফিরে যাচ্ছি।

#জাগ্রত হোক মানুষের বিবেক, বন্ধ হোক বিচারবহির্ভূত হত্যা।

পঠিত : ৩৫৩৫ বার

মন্তব্য: ০