Alapon

মানুষ কখন পশুর সমান না

সেদিন ইংরেজি ক্লাশে ইংরেজি স্যার বই রেখে গল্প করতে শুরু করলেন।গল্প করার এক পর্যায়ে স্যার হাতে মার্কার পেন নিলেন তিনি বোর্ডে সিরিয়াল অনু্যায়ি লিখতে শুরু করলেন অ দিয়ে কিছু শব্দ-
১।অপব্যায়
২।অপবাদ
৩।অপরাধ
৪।অশ্লীল
৫।অপচয়
৬।অপব্যবহার
৭।অন্যায়
৮।অবিচার
৯।অপমান
১০।অকৃতজ্ঞ
১১।অসৎ
১২।অনৈতিক
উপরক্ত কাজগুল যারা করে তারা হয়ে যায় পশু-
আমি দাড়িয়ে বললাম স্যার মানুষ কখন পশুর সমান হতে পারে না হয়তো সে মানুষ আর না হয় অমানুষ।
স্যার বললো আচ্ছা দাড়াও তোমাকে একটি উদাহরন দেই,
মনে করো, এক লোক অনেক গরিব কোন মতে কৃষি কাজ করে তার সংসার চলে।সংসারে আছেন তিনি তার স্ত্রী আর একটি কন্যা সন্তান।এখন তার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। সে কিছু জমি বিক্রি করলো তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য।জমি বিক্রি করে একটি ভালো পরিবার দেখে তার মেয়েকে বিয়ে দিল।ছেলে ছোট খাটো একটা ব্যবসা করে।বিয়ের পর ছেলেটি ময়েটিকে খুব অত্যাচার করত যৌতুকের জন্য।মেয়েটির কোন খোজই নিত না সে খায় কি খায় না কি করে কিছুই না।প্রতিদিন মেয়েটিকে মারত।
'তো তুমিই এখন বলো এ লোকটি কি পশুর সমান না?'
'না স্যার'
'না মানে কি?এ লোকটাকে তুমি কি বলতে চাও?'
'স্যার লোকটা অমানুষ,বোকা সে পশুর চেয়ে অধম।কেননা পশু কখন এরকম আচারণ করে না।মূল কথা হলো স্যার পশুরা তো বিয়েই করে না এ আচারণ তারা কেমনে করবে সুতারাং লোকটি পশুর সমান না।'
'শুধু এই একটা যুক্তি দিয়েই কি তুমি প্রমান করতে চাও যে, মানুষ পশুর সমান না।'
'নাহ্ স্যার যুক্তি তো আরো আছে, আচ্ছা শুনুন তাহলে।'
১।পৃথিবীর একমাত্র প্রাণি মানুষ যারা নিজেরা নিজেদের হত্যা করে যেটা আর অন্য কোন প্রাণি করে না।
২।পৃথিবীর একমাত্র প্রাণি মানুষ যারা মিথ্যা বলতপ জানে বা মিথ্যা ইশারা দিতে জানে যেটা আর কোন প্রাণি পারে না।
৩।পৃথিবীর একমাত্র প্রাণি মানুষ যারা মানুষের মন ভাঙতে জানে যেটা আর কেন প্রাণি করে না বা পারে না।
৪।পৃথিবীর অসৎ কাজগুল একমাত্র  মানুষই করতে পারে আর কোন প্রাণি পারে না।
সুতারাং মানুষ যাই করুক সে কখন পষুর সমান না।আমার মতে মানুষ তিন প্রকার ১।মানুষ ২।পূর্ণ মানুষ ৩।অমানুষ।
আমি ধন্য দ মনুষ্য জাতিতে জন্মগ্রহন করেছি।শুকরিয়া মহান সৃষ্টি কর্তার কাছে।

এবার ক্লাশে স্যার সহ সবাই হাততালি দিল।আমি একটু মুচকি হাসি দিয়ে বসে পরলাম। 

পঠিত : ৮৪৫ বার

মন্তব্য: ০