Alapon

গ্রীস্মের দুপুর

নৌকা বেধে গাছের ছায়ায় শুয়ে আছে মাঝি,
রোদে পুড়ে ঘামে ভিজে কাজ করে চাষি।

পাখিদের দল উড়তে গিয়ে যেন পড়ে যায়,
হাটুরে বাড়ি ফিরছে ছাতার ছায়ায়।

তৃষ্ণার্থ পথিক যেন মৃত্যুর কোলে পড়েছে ঢলে,
এক ফোটা জল পেলে সে যাবে সব কষ্ট ভুলে।
জলের আসায় গিয়ে দেখে শুকিয়ে গেছে পুকুর ঘাট,
জলের অভাবে, রোদে পুড়ে পুকুর হয়েছে মাঠ।

জলের অভাবে নরকে আছে যেন মাছ,
আমাদের ছায়া দিতে গিয়ে পুড়ে যাচ্ছে গাছ।

তৃষ্ণার্থ কুকুরটি ছুটে চলছে জলের আসায়,
জল চাই জল চাই এটা সে প্রকাশ করতে পারে না ভাষায়।


পঠিত : ২৫২১ বার

মন্তব্য: ০