Alapon

শহিদের কষ্ট

নাঈম কামাল:
ভাই কেমন আছেন।?
ভাল নেই ভাই।মনে অনেক কষ্ট পাচ্ছি
আমিতো মনে করেছিলাম আমিই একমাত্র ব্যাক্তি যার মনে অসহ্য যন্ত্রনা কাজ করে এখন দেখছি তোমার মনেও যন্ত্রনা!
এ যন্ত্রনা কিসের ভাই।? বলনা একটু আমায়।
শুনবে তুমি।?তাহলে শোন।
যখন আমার মা বোনেরা নির্যাতিত হচ্ছিল,তখন আমার বাবা নির্যাতনের বিরুধ্যে রুখে দাড়িয়েছিলো।তখন তিনি শত চেষ্টা করেও এ নির্যাতন বন্ধ করতে পারেনি।বরং তিনিই সত্রুদের হাতে নির্মমভাবে শাহাদাত বরন করেন।তার শরীরকে খন্ড-বিখন্ড করে ফেলা হয়।তখন এগিয়ে আসে আমার বড় ভাই।তার বন্ধুদেরকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন।একের পর এক যুদ্ধে জয়লাভ করতে থাকেন তিনি।কিন্তু শেষে তিনিও শাদাত বরন করেন।তার ছোট্ট ফুটফুটে একটি ছেলে হয়েছিলো।সেই ছেলেটাকে মায়ের ক্রোড় থেকে কেড়ে নিয়ে হত্যা করে নরপশুর দল।যখন এসব ঘটনা ঘটে তখন আমি ষোল বছরের যুবক।আমার বিবেক নাড়া দিলো।আমি কোন কিছু না ভেবেই যুদ্ধে জাপিয়ে পড়ি।কারন আমি চেয়েছিলাম একটি স্বাধীন পাতাকা।যা আমার দেশের মুক্ত বাতাসে পতপত করে উড়বে।আমার দেশের পাতাকা দেখে মনের যন্ত্রনা ভুলে থাকবো।কিন্তু সত্রুরা তা আর হতে দিলো না।তারা আমাকে ধরে নিয়ে গেলো তাদের নির্যাতন ক্যাম্পে।তাদের সাথে যেতে যেতে দোয়া করলাম আল্লাহ আমার মত আর কাউকে যেন সেখানে যেতে না হয়।কিন্তু আমার সকল চাওয়া কিছুক্ষনের মধ্যেই মাটি হয়ে গেলো।সেখানে গিয়ে দেখি আমার আগে আরো অনেককেই তারা ধরে এনেছে।কারো হাত নেই,কারো পা নেই,কারো বা চোখ উপড়ানো,কারো বা মাথা ছাড়া মৃত দেহ সেখানে পড়ে আছে।এসব দেখে আমি চিৎকার করে কাঁদতে চাইলাম।কিন্তু পারলাম না।কেন পারলামনা জানো।?কারন তখনই আমার মাথায় প্রচন্ড জোরে কি যেন পড়ে ছিলো।তার পরে কিছুই মনে নেই কারন দুই দিন আমি অজ্ঞান ছিলাম।পরে জানতে পারি সেটা ছিলো রাইফেলের আঘাত।যখন আমার জ্ঞান ফিরে আসে তখন দেখলাম সেখান থেকে অসংখ্য লাশ গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে।পাশে তাকিয়ে দেখি জীবিত মানুষগুলো আর নেই।তারাই আজকে এই গাড়ির যাত্রী।কিছুক্ষন পরে তারা আমাকেও নির্মমভাবে হত্যা করা হল।
তারা আমার লজ্জাস্থানে আঘাত করতে করতে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিল।কারন আমি বাংলাদেশ নামক একটি দেশ চেয়েছিলাম।যেখানে স্বাধীন ভাবে শুধুই আমার দেশের পাতাকা উড়বে।
কিন্তু আজকে দেখতেছি ভিনদেশি পাতাকার ভিড়ে আমার দেশের পাতাকাই দেখা যাচ্ছে না।যে আশা নিয়ে ১৯৭১ এ যুদ্ধে গিয়েছিলাম সেটা এখনো বাস্তবায়ন হলো না।
(নোট:ফুটবলকে কেন্দ্রকরে বিদেশী পাতাকার ছড়াছড়ি)

পঠিত : ৩৯৬৮৬২ বার

মন্তব্য: ০