Alapon

বাংলার রূপ

বাংলার রূপ
আব্দুল কাইয়ুম

নিঝুম প্রকৃতি দুপুরবেলায়
কোকিল কণ্ঠ তানে
বনপাখি উড়ে যাচ্ছো কোথায়?
নীল আকাশের পানে।

সবুজ বনের পাখপাকালির
শুনছি তাদের গান
শীতল বাতাসে ক্লান্ত শরীর
জুড়ায় আমার প্রাণ।

ফসলের খেতে ধান্য শীর্ষ
মাটিতে নেতিয়ে পড়ে
শিখার জিল্লি শিলা পাত আর
কালবৈশাখীর ঝড়ে।

তিমিররাত্রে মিটিমিটি জ্বলে
জোনাকি পোকার বাতি
চারিদিকটায় শেয়ালের ডাকে
ঘুমহীন কাটে রাতি।

গোলাপ,বকুল, গাধা, জুই জবা
অনেক ফুলের ঘ্রান
ফুলের গন্ধে মন আনন্দে
মুগ্ধ আমার প্রাণ।

বর্ষার জলে শো শো বাতাসের
ধ্বনি কর্ণে বাজে
গাঁয়ের বধূরা বর্ষা লগ্নে
ব্যস্ত গাঁথার কাজে।

বাংলার বধূ কলস কমরে
যাচ্ছে নদীর তীরে
গঙ্গার জলে স্নান করে বধূ
জল নিয়ে ঘরে ফিরে।

সকাল হলেই গাঁয়ের কৃষক
জোয়াল, লাঙল কাঁধে
হাল চাষ করে দেহে ঘাম ঝড়ে
একটু সুখের স্বাদে।

মুক্তা দিয়েই গাঁয়ের রমনী
বুনাই আপন ছাঁটি
দেখলে নয়ন জুড়ায় আমার
সবুজের পরিপাটি। 

নিঝুম রাত্রি এই প্রকৃতিটা
দেখি হয়ে গেছে চুপ
এটাই হচ্ছে আমার বাংলা
বাংলা মায়ের রূপ।

পঠিত : ১৪৯৮ বার

মন্তব্য: ০