Alapon

বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমার ব্লগ যাত্রা এই কবিতা দিয়ে!


মাগো আর কতো দূর?
কখন পোহাবে রাত?
কখন হবে শেষ
জালিমের উৎপাত?
চারিদিকে হাহাকার
মাতা-পিতা-পুত্রের!
কখন আসবে বিজয়
নিপীড়িত মুসলিমের?

সত্যের পথে বাধা
আসবেই কত শত!
তবুও কখনো মুসলিম
করবেনা মাথা,নত!
ভয় করিসনা খোকা
আসবে বিজয় আসবে
এই পৃথিবীর বুকে
কালিমার পতাকা উড়বে।

মা, তবে কী সেই বিজয়
দূ...র বহু দূ....র?
আর কত রচিত হবে
শহীদের গণকবর?

আঁধারের পরে আলো
যেমনি করে আসে।
নির্ধারিত সময় শেষে
বিজয় তেমন আসে! 
             ♥

পঠিত : ৭৫৯ বার

মন্তব্য: ০