Alapon

এবারের বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্লেয়ারদের অবস্থান...

সেদিন বলেছিলাম, ডি মারিয়া লেফট উইঙ্গার হিসেবে ইফেক্টিভ না, সে বা পায়ের খেলোয়াড়,রাইট উইং বা লেফট মিড হল তার জন্য এক্স্যাক্ট জায়গা।
আজকের ম্যাচে ডি মারিয়া যা দেখালো এরপর মনে হয় না সে বিশ্বকাপে স্টার্টিং ইলাভেনে থাকবে।সাম্পাওলির দলে নামের ভারে বেশিদিন টেকা যায় না।
আগুয়েরো ফুল ফিট হলেই হিগুয়েইন সাহেব বিদায় নেবেন,কিন্তু সাব হিসেবেও এই রকম একটা বিরক্তিকর স্ট্রাইকার দলে বেমানান।আমি বরঞ্চ ডিবালাকে আগুয়েরোর সাব হিসেবে প্রেফার করবো।

আগুয়েরোর খেলা বেশ ভাল লেগেছে।
পাভন বল হারায়,কিন্তু বল নিয়ে সে যা করে তা খুবই চমৎকার। এসিস্টটা খেয়াল করেন। লেফট সাইডে এই রকম একজনকে খুবই দরকার ছিল, আশা করা যায় মারিয়ার জায়গায় সে রেগুলার হবে।

এবার আসি মেসি প্রশ্নে।

ফিটনেস ঠিক আছে, ফ্যাটিগ কমেছে বোঝা যাচ্ছে,রান মেইকিং গুলাতে স্পিড ছিল।
বাট ফিনিশিং তার লেভেলে নাই। এটা নিয়ে মেসিকে আরো অনেক কাজ করতে হবে। মেসি নিজের লেভেলে থাকলে কাল তিনটার জায়গায় পাচটা গোল হত।

তাহলে, আমাদের এটাকিং ট্রায়ো কি হতে যাচ্ছে??

মেসি-আগুয়েরো-পাভন ইনশা আল্লাহ।
৬৫ মিনিট থেকে ডিবালা-মেজা/মারিয়া দের নামিয়ে দেয়া যাবে,অপোনেন্টের ক্লান্ত ফুলব্যাকরা এদের সামলাতে হিমশিম খাবে।
মারিয়াকে নামালে রাইট উইং দিয়ে নামাতে হবে, মেসিকে ফলস নাইনে শিফট করিয়ে লেফটে মেজা/পাভনকে খেলাতে হবে।

মেসি হাইতির সাথে বক্সের কাছাকাছি প্রচুর বল পেয়েছে, এই সুযোগ ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের সাথে তেমন পাওয়া যাবে না।
ওয়াইড এরিয়া দিয়ে বল বের করে গোল করতে হবে।দুই ফুলব্যাকের রোল এখানে খুবই জরুরী।

ফুল টিম ট্রেনিং করছে এখনো পুরো দশ দিন হয় নি, কম্বিনেশনের অভাব থাকবেই।
আশা করি ১৫ তারিখের ভেতর তা দূর হয়ে যাবে।

পঠিত : ১১১৭৪ বার

মন্তব্য: ০