Alapon

স্মৃতিময় সন্ধা

সারা বিকালের পরে তুমি এসেছিলে গোধূলি সন্ধায়,
তোমার পড়নে ছিল একটি নীল শাড়ি,চুলে গাঁথা বনফুল!
সবুজ প্রকৃতির মাঝে আমরা বসে ছিলাম দুরবায়।
তোমার কোমল হাতের ছোয়ায় আমার চিত্ত হয়েছিল বেকুল!

শ্যামলা মুখের রঙিন ঠোটের কোণে একটু মিষ্টি হাসি!
তা দেখে বেকুল হয়েছিল চারপাশ ঘেরা সবুজ প্রকৃতি!
কাজল মাখা চোখটা যখন আমার চোখে দৃষ্টি দিচ্ছে,
সব হারিয়েছি,লাজে মরেছি,চিত্তে দোল খাচ্ছে!

মনে হয় যেন হাজার বছর পর ফিরে এসেছো,
এসেছো যেন সারা জনোম পাশে থাকার জন্য।
আমার মরিচা ধরা চিত্ত রঙিন করতে এসেছো,
আমার মনের কাছে একটি স্মৃতিময় সন্ধা গড়তে।

চিত্ত বার বার বলছে এ সন্ধা যেন রাত না হয়,
তোমাকে কাছে পাই যেন প্রতিটি সন্ধায়!




পঠিত : ১৬৪৪ বার

মন্তব্য: ০