Alapon

প্রতি উত্তর...

কেন গো ডাকছো?
তোমাকে না বলেছিলাম,
আমার বহুদিনের প্রতিক্ষীত রাত আসবে
যে রাতে তুমি বলেছিলে জ্যোৎস্না হয়ে থাকবে!
আর আমি তোমার সেই কোমল হাতে হাত রেখে ঘুমাব!
আজ কেনই ডাকছো গো?
নাকি তখন মন ভোলানে সুর মিলিয়েছো?

***

হ্যাঁ, আমি যদি সেই চিরচেনা হাসি না দিই,
তখন ছলছল চোখের জলে বলবে,
তোমার সেই চিরচেনা হাসি আর নেই কেন?
দুঃখ কষ্ট এখন দিনদিন বাড়ছে কেন?
আগের মতো জ্যোৎস্না আর দেখাচ্ছ না কেন?
আহা! একি করলাম!

***

চারিদিকে এখন নিরবতা নেই কেন?
তোমার বিশ্বস্ত কাঁধে এখন মাথা নোয়াতে ভয় পাই কেন?
সুখের লগনে শ্রাবনের ধারার মতো
আজ অশ্রু ঝড়ছে না কেন?
কেনই বা এসব স্বপ্নে-স্বপ্নে ভাবছো?
আমি কী তোমার মন খারাপের দিনে
তোমার দুগালে, আলতো ছোঁয়ায় তোমার কপালে
চুমু দিই নি?
নাকি ভাবছো, আমার সেগুলো মন ভোলানোর সুর ছিল?
সুর তো কোনোদিনই আমি মিলাতে জানি না ,
এ কথা বোঝারও কখনও প্রয়োজন মনে করি না।
তুমি স্বপ্নই দেখবা কেন?

***

আমার কাজের ফাঁকে-ফাঁকে তোমাকে কী
আমার চিরচেনা হাসির ঝলক,
শুন্যতা কাটার যন্ত্রণা,
তীব্র কষ্ট নিবারণ করা,
এসবতো তোমাকে অনুভব করতেও দিইনি!
ওকে আর এভাবে অহমিকা করা লাগবে না
আমার কাছে তোমার যা চাওয়া ,
তা সবসময় ছিল,এখনও আছে,চিরকাল থাকবে কেমন!
ঢঙ্গী!

পঠিত : ১৩৩৪ বার

মন্তব্য: ০