Alapon

অভ্রান্তকথিত

                     অভ্রান্তকথিত
                 মোঃ ওমর ফারুক
নীল আকাশের ঐ নীল আজ করছে হাহাকার,
প্রভাত করেছে হীন গোধূলিতে নামছে গহিন আঁধার।
স্বাধীনতা খর্ব আজ নাই কোন প্রতিকার,
খুন জখম রাহাজানির অন্তরায় মানুষের অধিকার।
অশান্তির রুপরেখায় বিলুপ্ত সমাজের সুখ-সুধার,
রাজপথে  দেখি দুর্বৃত্তের দুর্বোধ্য পৈশাচিক ব্যবহার।
লালসার রসনায় রামপাখির রক্তমাখা অনড় কাটার,
বেহায়াপনা পদসঞ্চারে দাবাণলী উলঙ্গ বন-বাদর।
মিথ্যার আরাহনে নিরুত্তাপ বানানো কৃচ্ছ্রসাধন,
রক্তমাখা নারীর দেহে ভইছে  অদম্য অকাল বোধন।
লোভের অংক ভারী নির্লি্প্ত সত্তা সাথিত্ব প্রহসন,
নির্নিমেষ স্বপ্ন ভাসে অতন্ত্র অচলা জাগরণ। 
রুপালী সামিয়ানায় দেখতে পাই সব স্বচ্ছ আবরন,
খবরের পাতায় সব রয়েছে সদা সাজানো বিবরণ।
হোটেল মোটেলে চলছে দিবা রাত্রি বেসরম নগ্ন যাপন,
পত্রকারের কলমে সব স্বচ্ছ সাজানো প্রতিবেদন।
বিত্তের আতিশয্যে সব কিছু হয়ে যায় মাফ,
নারীর ঐর্শ্যযে লাগছে কলঙ্কের ঘৃণ্য ছাপ।
কলঙ্কের কালোহাত ক্রমশয় হয় বর্ধিত,
অপরাধ জগতের হাবভাব সর্বত্র দেখি গর্হিত।
শিক্ষা ব্যবস্থায় বাড়ছে বেশ বিশ্রী বিকাশ,
মান আছ তবুও মানবতা ক্রমাগত পায় হ্রাস।
বিশ্বের বুকে সমাজ সত্য হচ্ছে প্রতিনিয়ত পদধূলিত,
শত্রুর হাতে খোদার কিতাব দেখ আজ লাঞ্চিত।
দ্বীন ঈমানের দূর্গ বাঙ্গার চলছে দৃঢ় পায়তারা,
সত্য ন্যায়ের ডাকে আজ কেউ দিচ্ছে না সাড়া।
এই রীতিতে চলছে ভুবন পেরিয়ে দিবা রাত্রি,
দ্বীন প্রতিষ্ঠায় হও আগুয়ান উমরপন্থী দুর্গম যাত্রী।
খালিদের সেই নাঙ্গা তলোয়ার আবার যদি জাগে রণে,
খোদার দয়ায় আসবেই বিজয় নিখিল ভুবনে।


উৎসর্গ!
There was indeed the best model for you in the Messenger of Allah. (surah al ahzab _21)
উৎসর্গ করছি রাসুল (সঃ) এর আদর্শে আদর্শবাদী দ্বীন প্রতিষ্ঠায় অগ্রসর প্রাপ্ত সকল মুক্তিকামী মুমিনদের।

মোঃওমর ফারুক(শাকিল ইসলাম)
 কাব্য কাল-১৩/০৫/২০১৮
                                                  ইষ্টিপত্র - ৩২

পঠিত : ১৩৩১ বার

মন্তব্য: ০