Alapon

আমরা সবকিছুই শর্টকার্টে পেতে চাই...

মাহতিম সাকিব নামে বাচ্চা ছেলেটারে আমরাই মাথার উপর তুললাম আবার আমরাই আছাড় মারলাম। আসলে সমস্যাটা আমাদেরই। আমরা সব কোয়ালিটি পাইতে চাই কিন্তু আমরা হার্ডওয়ার্ক চাইনা। আমরা রেডিমেড অরিজিত সিং চাই 
কিন্তু আমরা এই খবর রাখিনা

অরিজিত সিং ৫ বছর বয়সে তার আন্টির কাছে ইন্ডিয়ান ক্লাসিকাল মিউজিকের তালিম নিতে শুরু করে।এর পর অরিজিত সিং রাজেন্দ্র প্রসাদ হাজারীর কাছে ইন্ডিয়ান ক্লাসিকাল মিউজিক ,ধীরেন্দ্র প্রসাদ হাজারীর কাছে তবলা এবং বীরেন্দ্র প্রসাদ হাজারীর কাছে রবীন্দ্র সংগীতের তালিম নেয়।

কি ভাবছেন একজন অরিজিত সিং এমনে এমনে তৈরী হয়না। 
অরিজিত সিং এখনো প্রতিদিন সকালে রেওয়াজ করে গলাটারে ঠিক রাখে। এত সহজে ওই কন্ঠ দিয়ে তুম হি হো ,মোহাব্বাত বারসা দেনা তুর মত গান বের হয়না।

হা প্রশ্ন করতে পারেন ইন্ডিয়ানরাওত জোনিতা গান্ধীকে পাইছে ইউটিউবে। নেহা কাক্কার কে পাইছে। আজ্ঞে নেহা কাক্কার ,জোনিতা গান্ধী ইউটিউব সেলেব হওয়ার আগে ক্লাসিকাল মিউজিক শিখে আসছে। কি বলেন ভাই। নেহা কাক্কার রা তিন ভাই বোন প্রত্যেকেই ক্লাসিকালি ট্রেইন্ড।


আর আপনেরা চান রেডিমেড অরিজিত।

সমস্যা শুধু গানের বেলায়?

আমরা আমাদের সিনেমায় ,নাটকে মনোজ বাজপেয়ী ,নওয়াজউদ্দিন সিদ্দিকির মত অভিনেতা চাই। তারপর আমরা যাইয়া লাক্স চ্যানেল আই নির্বাচিত মেক আপের দোকান কিংবা কোন ব্যান্ড দলের হ্যান্ডসাম ভোকাল রে নিয়ে ইদুরের মত
" ক্রাশ খাইছি ,ক্রাশ খাইছি। "
চিল্লাইতে থাকি। রিয়েলি ম্যান?

নওয়াজ সিদ্দিকী রে চান শিল্পকলায় যান। দেখবেন নাটকের প্রফস নিয়া ,মেক আপ নিয়া মাথার ঘাম পায়ে ফেলতেসে তারা। নওয়াজ উদ্দিন সিদ্দিকিরা থিয়েটার থেকে আসে।

আমরা মেরিল স্ট্রিপ চাই এবং আশা করি লাক্স চ্যানেল আই বাবু আমি লাগ কসসি উলি মুলি উম্মা প্রতিযোগিতা থেকে কোন এক বিউটি উইদাউট ব্রেইন আমাদের মেরিল স্ট্রিপ হবে।

আমাদের নতুন যুগের সুন্দরীরা কোন এক ইউটিউবারের পা ধরে বসে থাকে তেনারা দুইজনই নাকি আইকন এন্ড উই এক্সপেক্ট দ্যাট ফ্রম দেম উই উইল ফাইন্ড আওয়ার লিওনার্দো ডি ক্যাপ্রিও।

নারে ভাই 
যুগ যুগ ধরে ডি ক্যাপ্রিওরা থিয়েটার থেকেই আসছে আর অরিজিত সিংরা ওই বোরিং হারমোনিয়ামের সাইড থেকেই উঠছে।

লেগেসি জিনিসটা এমনি এমনি আসেনা।

সাকিব ছেলেটা অল্পবয়স্ক। ওরে গালি দিয়ে লাভ নাই। বেচারা যদি হঠাত পাওয়া এই ফেমের সামনে মাথা ঠিক রেখে রেওয়াজ করতে পারে একদিন সত্যিই ভাল গায়ক হবে। নাহলে ভাইসা যাবে। কেউ খবরও রাখবেনা।

একটি দেশের পারফরমিং আর্টসের মান কেমন হবে সেইটা অনেকাংশে ডিসাইড করে সে দেশের দর্শকের রুচি কেমন।

আমাদের বাপেদের রুচি ছিল রুনা লায়লা,সাবিনা ইয়াসমিনরা 
আমাদের রুচি ছিল আগুন ,মিলু ,এন্ড্রু কিশোররা

আর আমাদের এই জেনারেশনের রুচি হইল মিউজিকালি,ইউটিউব সিঙ্গাররা। ডিমান্ড যেমন মান তেমন।

পঠিত : ১২৭৮ বার

মন্তব্য: ০