Alapon

মুক্তির আমন্ত্রণ


মুক্তির আমন্ত্রণ
মোঃওমর ফারুক
এই দুনিয়ার মানুষগুলোর কি আছে যে মনে,
অপকর্ম করে বেরায় রাস্তাঘাট আর বনে।
কেহ আবার রপ্ত করে অপকর্মের বাণী,
বিবেক দিয়ে বিচার করে দেখ এসব জানি।
হাতছানি দিয়ে ডাকছি তাই এসো কোরআনের সনে,
পাক কালামের দিদার পেলে থাকবে যতনে।
কোমল কোমল হৃদয় গুলোয়ে থাকবেনা  আর বদ,
সাথে যদি রাখো তোমার শক্ত ঈমানের রথ।
রাসূল বলেন তাই অপকর্ম করতে নাই,
দ্বীন প্রতিষ্ঠা করতে চলো দ্বীনের পথে যাই।
খোদার বাণী যত্ন করে রপ্ত করে আজ,
দ্বীন কায়েমের তরে চলো করি দ্বীনের কাজ।
দ্বীন প্রতিষ্ঠা হবে যখন এই ভুবনের তরে,
অপকর্ম যাবে তখন ধুঁকে ধুঁকে মরে।
মহান প্রভুর বাণী দিয়ে চালাবে যখন বিশ্ব,
অপকর্ম থাকবেনা আর হবে তখন নিঃস্ব।
দ্বীনি পথে দ্বীনি মতে চলবে যখন সমাজ,
সবাই তখন ব্যস্ত থাকবে করতে ন্যায়ের কাজ।

উৎসর্গ!
উৎসর্গ করছি সেই সকল দ্বীনি ভাই বোনদের যারা ইকামতে দ্বীনে আনজাম দিয়ে পরকালিন মুক্তি ও ইহকালিন শান্তির জন্য বরবর রচিত সমাজকে হাতছানি দিয়ে ডাকছে। 
কাব্য কাল ___০৪/০৬/২০১৮
সময়: সকাল ৪:৪০ মিনিট

ইষ্টিপত্র - ৩৪

পঠিত : ১২৭৬ বার

মন্তব্য: ০