Alapon

দূর আকাশের তারা

ও ভাই
দূর আকাশের তারা
আমার জন্য আলো হইয়ো
পথ দেখিয়ো,
চাঁদ বিহীন একলা রাতে ।

অপেক্ষার প্রহর গুণে
ঘোমটা মুখে
ক্ষুধা ভুলে, পথ চেয়ে
তোমার ভাবী 
বসে আছে, ভাত পেতে।

মনটা যেমন
পড়ে আছে
গৃহিনীর একলা থাকায়।

তেমনি করে
মনটা, চলে অন্ধকারে
সাঁতরে বেড়ায় সুখ
ভুলে যাবো,
মহাজনের টাকার কথা
গৃহহীন ভাবার কথা
একটু যদি দেখতে পাই
গৃহিনীর প্রিয় মুখ ।

ও ভাই
দূর আকাশের তারা
আমার গৃহিনীর
মুখে আছে
আমার সকল সুখ । 

পঠিত : ১৬১৭ বার

মন্তব্য: ০