Alapon

জীবনের হার জিত...

মাঝে মধ্যে শুক্রবার আমি আমার সন্তানকে নিয়ে বাজারে যাই।
বাজার হল বাস্তবতা শেখার জীবনের অন্যতম পাঠশালা। জীবনের অন্যতম শিক্ষা "লেনদেনের" পাঠ শেখা যায় বাজারে। 
তবে আমি সন্তানকে শেখাই যে লেনদেনে সব সময় জিতে গিয়ে জেতা যায় না। 
অনেক সময়ই অন্যের কাছে হেরে গিয়েও জেতা যায়। আর যে হারে জিত আছে সেই হারকে ঠিক হারও বলা যায় না।

একজন বৃদ্ধ সবজীয়ালার কাছে ১০ টাকা জিতে গেলেই তাকে জিত বলে না, একজন শাকওয়ালীর সাথে দরাদরি করে নিজের পকেটে ৫ টাকা বেশী রাখতে পারাটাকেই জিত বলা যায় না, একজন ফল বিক্রেতার এক কেজি মেপে দেয়ার পর আরও দু একটা বেশী ফল নিজের ব্যাগে ভরতে পারাটাই জিত নয়, বরঞ্চ জিত হল মলিন কাপড়ের কারো আড়াইশ গ্রাম মাছের দাম দিয়ে দেওয়া। জিতে যাওয়া যায় কুঁচকানো চামড়ার অচেনা কাউকে পান সুপারিটুকুর দাম দিয়ে দিয়ে। 
যে রিকশাওয়ালার দিনের সব টুকু আয়ে এক শত লিচু মেলে তাকে নিজের কেনা লিচু থেকে ১৫/২০ টা লিচু দিয়েও জিতে যাওয়া যায়।


হিসাব কষাকষির এই হারজিতের খেলায় জীবন আমাদের জিতিয়ে দেয়ার জন্য অসংখ্য সুযোগের দরজা বানিয়ে রাখে। সেই দরজাটা খুলতে হয়, জিতে যেতে জানতে হয়।

আমি, গল্পের মত করে আমার সন্তানকে জেতার গল্প শোনাই। আমি বিশ্বাস করি, এই গল্প তার নবীন মনে ঢুকে গেলে কারো সাথে কোন প্রতিযোগিতা ছাড়াই সে প্রতিদিন জিতে যাওয়ার উপায় শিখে যাবে।

সে হয়ত একদিন শিখে ফেলবে " অন্যকে জিতিয়ে দেয়ায়ই আসলে নিজের জিত হয়।"

গত বছরের এই দিনে লেখা।

পঠিত : ৯০৬ বার

মন্তব্য: ০