Alapon

আমি জানি তুমি আসবে

আমি জানি তুমি আসবে,
আসবে তুমি ইলশেগুঁড়ির রাতে
আমার চুলগুল ভিজিয়ে দিতে।

আমি জানি তুমি আসবে
শীতের প্রত্যুষের কুয়াশা হয়ে,
আমার পথ হাড়িয়ে দিতে
আমি পথ হাড়িয়ে যাবো তোমার কাছে।

অথবা আসবে তুমি
সাগরের ঢেউ হয়ে,
আমার নিস্তব্ধ চিত্ত দোলাতে
তুমি ছাড়া সব কিছু ভুলাতে।

হয়তো তুমি আসবে বসন্তের কুকিল হয়ে
আমার নির্বাক চিত্তকে প্রমের বুলি শিখাতে,
আমার চিত্ত তখন তোমাকেই ডাকবে
শুধু তোমাকে পাবার আশায় বাঁচবে।

আমি জানি তুমি আসবে
অন্ধকারে জোনাকি পোকা হয়ে,
আমার চিত্ত আলোকিত করতে
আমি চাই তোমার সেই আলোয় চলতে।

আমি দিবনা কখন তোমাকে ভুলতে
আমার বাকহীন চিত্তকে।
আমি জানি তুমি আসবে
আসবে তুমি আমার কাছে ফিরে।

পঠিত : ৫৫৭ বার

মন্তব্য: ০