Alapon

মুশলধারে বৃষ্টি

বাহিরে মুশলধারে বৃষ্টি পড়ছে
শীতল হাওয়া বইছে
কালো মেঘ ধরাত্রি কাপানো শব্দ করছে।
হয়তো কোথাও বর্জপাতে মানুষ মরছে।

পশ্চিম আকাশে কালো মেঘগুল
দানোবের আকার করিছে ধারন,
কাদা হয়ে গেছে রাস্তার সব ধূল
পাখিগুল নিঃশব্দে বৃষ্টির জল করিছে বরণ।

ডালিম গাছের ঘুঘুটা ওর বাচ্চা দু'ট
দু'পাখার নিচে ডেকে রেখেছে,
জল যেন লাগে না বচ্চার গায়ে
সে জন্য ঘুঘুটা ডানা মেলছে।
 
বৃদ্ধ লোকটা ঘরের সমনে বসে
দেখছে তার ঘরের মাটি যাচ্ছে ধসে।
কষ্টে গড়া ঘরটা বুঝি আজই ভেঙে যাবে
মুশলধারের বৃষ্টি আজ সবই কেড়ে নিবে।



পঠিত : ৯৪৫ বার

মন্তব্য: ০