Alapon

এশিয়া কাপ চ্যাম্পিয়ন টাইগ্রেস













এশিয়া কাপ একরকম নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছিল ভারত। ২০০৪ সাল থেকে
ছয়টি আসরের সবকটিতে চ্যাম্পিয়ন হয় দলটি। ২০০৪, ২০০৫, ২০০৬ ২০০৮ সালে ওয়ানডে
ফরম্যাটের আসরে চ্যাম্পিয়ন ভারত। এরপর ২০১২ ও ২০১৬ সালে টি-২০ ফরম্যাটেও
চ্যাম্পিয়ন তারা। মালয়েশিয়ায় আয়োজিত সপ্তম এশিয়া কাপেও ফেবারিট ছিল ভারত।
কিন্তু সেই দলের সাম্রাজ্যের পতন হলো বাংলাদেশের হাতে। লিগ পর্বেও ভারতকে
(৭ উইকেটে) হারানোয় ফাইনালে মেয়েদের জয়ের প্রেরণাটা একটু বেশিই ছিল।


মালয়েশিয়ার কুয়ালালামপুরে নতুন সূর্যের উদয় হলো রোববার। টি-২০ ফরম্যাটের
এশিয়া কাপে ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ জাতীয় মহিলা
ক্রিকেট দল। সেখানে ট্রফি নিয়ে দেশে ফেরার পর্ব এখন সালমা বাহিনীর। তাদের
হাত ধরেই রচিত হলো শিরোপা জয়ের ইতিহাস। প্রথম শিরোপা জয়ী অধিনায়ক হিসেবে
ইতিহাসের পাতায় উঠে যাওয়া সালমা খাতুন বলেন, ‘প্রথমবারের মতো আমরা এশিয়া
কাপ জিতেছি। আনন্দের কথাটি বলে বোঝাতে পারব না... এটা কতো বড় পাওয়া।
আত্মবিশ্বাস ছিল। ভারতের বিপক্ষে লিগ ম্যাচটা আমরা জিতছিলাম। ফাইনালে
টার্গেট ছিল ভালো কিছু করব। আমাদের হারানোর কিছু ছিল না কিন্তু ওদের
হারানোর অনেক কিছু ছিল। আমাদের যা পাওয়ার ছিল সেটি পেয়েছি।’


ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বড় কোনো শিরোপার দেখা পাওয়া
টাইগ্রেসদের এমন ঐতিহাসিক কীর্তিতে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন মেয়েদের শাসরুদ্ধকর জয়ের
পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘মেয়েদের ক্রিকেটে এটা গ্রেট অর্জন।
সামনে মেয়েদের আরো ভালো খেলতে এই সাফল্য অনেক বেশি অনুপ্রাণিত করবে।
মেয়েদের ক্রিকেট নিয়ে আমরা অনেক দিন ধরেই কাজ করছি। আসলে সেভাবে রেজাল্ট
পাওয়া যাচ্ছিল না। অবশ্যই এটা বড় ধরনের প্রেরণা হয়ে থাকবে।

পঠিত : ৫৩১ বার

মন্তব্য: ০