Alapon

গল্পটা বড়ই নিষ্ঠুর

হ্যা কেঁদেছি একা একা কেঁদেছি।সত্যিই কেউ দেখেনি।দেখেছে রাতের নিরব প্রকৃতি।প্রকৃতি আমার মনকে বুজেছে।কান্নার কারণ জিজ্ঞেস করছে কিন্তু ভাঙা চিত্ত নিয়ে বলতে পারিনি।আমার দেহের প্রতিটি লোম থেকে ঘৃণা বের হতে শুরু করেছে।বুকের ভিতর কান্না।অনেক জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু কাঁদতে পারি না।খুব ভয় হয় কেউ যদি কারণ জিজ্ঞেস করে তখনই তো তাঁর কথা মনে পরে যাবে।কান্না থেমে যাবে আর বুকের ভিতর কান্না জমা হবে।চিরদিন সে বোজা বহন করতে হবে।কিন্তু সে বোজা বহন করার ক্ষমতা সে রাতেই হাড়িয়ে ফেলেছি।

সে রাতটা এমন কেন হলো?আমি চোখ কেনই বা ওগুল দেখল? বিপরিত কি দেখতে পারতো না।নিয়তি এমন কেন?

আমার কবিতাগুলও  কাঁদছে।বারবার বলে যে তোর না তাকে নিয়ে কেন তুই আমাকে লিখলি।কিছু বলতে পারি না।ব্লেটে কাটা হাতের এক ফোটা রক্ত একটা কবিতার উপর ফেলে দেই।

মনচায় পৃথিবী ছেড়ে চলে যাই।আবার ভাবি পৃথিবীর তো দোষ না সে তো সব সময় আমাকে তাঁর দিকেই টানে।নিষ্ঠুর পৃথিবীর মানুষগুল।

তোকে নিয়ে লেখা ডাইরিটা পুড়ে ফেলতে চেয়েছি।কিন্তু ডাইরিটা বাঁচতে চায় স্মৃতি নিয়ে।আমিও দেখব নিজ হাতে লেখা স্মৃতি।প্রতিদিন ওদের এক ফোটা করে রক্ত পান করাব।প্রতিটা কবিতা যেদিন রক্তে লাল হবে সেদিন আমিও মুছে যাবো পৃথিবীর বুক থেকে।কেননা তখন আর স্মৃতিগুল পড়া যাবে না আর স্মৃতি শেষ হলে আমারও বেঁচে থাকর ইচ্ছা শেষ।

আমার এই ৯ মাস ২৩ দিনের সময়টুকও একটা নাটক অথবা অনেক আগের লেখা কোন গল্প।যেটা বাস্তবে রূপ নিল।আমার কপোল ভিজালো চোখের জলে।আমাকে করে দিল নিঃসঙ্গ।আমার জীবনে অশুভ হাওয়া নিয়ে আসল এই গল্প।যে গল্প আমাকে আলোকিত পথ দেখাবে বলেছিল সে গল্প আমায় অন্ধকারে ফেলে চলে গেল।যে গল্প বলেছিল আমার প্রেমকে জাগ্রত করবে সে গল্প  আমার মধ্যে কান্নার সাগর বসালো।যে গল্প আমাকে অনেক হাসিয়েছে কিন্তু শেষে রেখে গেল কান্না যা শেষ হবার না।

ঈশ্বর যেন আর কোন গল্প আমাকে দেয় না আমি নিঃসঙ্গ জীবন চাই।চিলের মতো উড়তে চাই দূর আকাশে।একা একা শুধু একা।

পঠিত : ৬৯১ বার

মন্তব্য: ০