Alapon

গোবরে পদ্মফুল ফোটে না

গোবরে কখন পদ্মফুল ফোটে না।গোবর সব সময়ই নিকৃষ্ট এবং তার মধ্যে থাকেও নিকৃষ্ট জিনিস যেমন কেঁচো।গোবরের মধ্য পোকা-মাকর ছাড়া আর কিছুই হয় না।আর গোবার তৈরি হয় জৈব সার।যেটা অনেক প্রোয়জনীয়।

পদ্মফুল ফোটে জলে এবং উর্বর মাটিতে।যেটা হয় কারো জাতীয় ফুল কারো বা প্রিয় ফুল কারো কাছে ফুলের রাজা।

গোবর থেকে তৈরি জৈব সার জমিতে ব্যবহার করা হয় আর সে জমিতে হয় পদ্মফুল।গোবর শুধু তাকে বাড়তে সহায়তা করে তারপর আর তার মূল্য নেই।সে মিশে যায় মাটির সাথে।অন্য দিকে পদ্ম কেড়ে নেয় মানুষের চোখের দৃষ্টি।

যে বড় সে বড়ই থাকে।

যেখানে সেখানে পদ্ম ফোটে না।তাহলে পদ্ম সব জায়গায়ই দেখা যেত।

পঠিত : ২৯৮৩ বার

মন্তব্য: ০