Alapon

বরকত কী, কেন এবং কীভাবে...?

আপনার প্রতিদিন সকাল শুরু হোক ফজরের সলাত, কুরআন তেলাওয়াত ও একটি হলেও হাদীস পাঠের মাধ্যমে। আপনার নিয়াত যদি খালিস (একনিষ্ঠ) হয় তাহলে আপনার সংসার, ব্যবসায়, চাকুরি, পড়াশুনা; সকল কাজে বরকত পাবেন, ইনশা-আল্লাহ।

মনে রাখবেন বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। আর তা আসে সুন্নাহর হাত ধরে। আল্লাহ ও তার রাসূলের আদেশ-নিষেধ অমান্য করে বরকত পাওয়া যায় না। আর বরকত ছাড়া আমাদের অসীম চাহিদা সসীম উপাদান দিয়ে পূরণ করা সম্ভব নয়। আর তখনই নেমে আসে হতাশা। তাই হতাশা থেকে বাঁচতে দরকার বরকত আর বরকত পাওয়ার জন্য দরকার সুন্নাহ অনুসরণ।

মনে রাখবেন, বরকত ছাড়া লাখ টাকা ইনকাম করেও শান্তি, স্বস্তি ও প্রশান্তি পাবেন না। আর বরকত হলে ১০ হাজার টাকা ইনকাম করেই মাস চলে যাবে, কোনো সমস্যা হবে না। বরকত সবসময় দেখা যায় না, ছোঁয়া যায় না; কিন্তু অনুভব করা যায়। আর বরকত তারাই অনুভব করতে পারে যারা বরকতের মালিকের সাথে সংযুক্ত। হারামে কখনো বরকত হয় না, বরকত হয় শুধু হালালে।

পঠিত : ১২১৫ বার

মন্তব্য: ০