Alapon

কোটা নয় মেধায়- বৈষম্যের সুরাহা চাই….

কোটা নয় মেধায়- বৈষম্যের সুরাহা চাই….
জাহানারা খাতুন

৫৬% কোটার কোটায়
আমি না পড়ি-
সন্তানেরা মেধাবী হলে
কি যে আমি করি?

খুব জানতে ইচ্ছে হয়-

মুক্তিযোদ্ধার সন্তানেরা
কোটায় যদি চাকুরি পায়
জাতির পিতা সবার পিতা
সবার চাকুরি কেনো নয়?

টাকা দিয়ে হয় গো চাকুরি
বাকি টা কোটায়
লজ্জা-শরমে ধিক্কারে ধিক্কারে-
মেধাবীদের পরাজয়।

মেধাবীদের যোগ্যতায়
দেশ এগিয়ে যায় –
কোটা আর স্বজন-প্রীতির
ভারে জাতির ক্ষয়।

মেধাবীরা যোগ্য বলে
চাকুরি পেয়ে যায় –
কোটা বন্ধ হলে পড়ে
বৈষম্য না রয়।

কোটায় যদি চাকুরি হল
বিদ্যা শিক্ষা করবেনা-
এই জাতির মেরুদন্ড
সোজা হয়ে থাকবে না।

বিদ্যা শিক্ষার অভাব হলে
জাতির হয় ক্ষতি-
মেধাশুন্য জাতি নিয়ে
হয়নি? হবেনা প্রগতি।

সবার দাবি কোটা সংস্কার
সরকার বলে বিলুপ্তি-
এ আবার নয় তো কোন ষড়যন্ত্র?
লুকোচুড়ি? কিংবা কারসাজি?

বিলুপ্ত করে কি যাবে দ্বন্দ্ব-
নাকি আমরা রয়ে যাব অন্ধ।

কোন সাহসে কোটা দিয়ে
করছো সর্বনাশ-
সর্বনাশা বিধানটাই আজ
করছে মেধা হ্রাস।

চলবে না আর স্বজনপ্রীতি
কোটা কোটা খেলা
জেনে নিও আসছে তোমার-
বৈষম্য্ সুরাহার পালা।

সমৃদ্ধ দেশ গড়তে হলে
মেধার কদর করতে হয়-
কঠোর হয়ে করলে দাবি
মানতে তারা বাধ্য রয়।

সময় এসেছে আওয়াজ তোলার
নিজের দাবি নিজে বলার-
সর্বসাচী-দেশবাসি গো
সময় তোমার এক হবার।

দেশবাসী আজ এক হয়ে সব
আন্দোলন করছে-
চলছে এবং চলবে ইহা
ন্যায়ের কথা বলবে।
ন্যায়ের সাথে ন্যায্য কথা
বলবেই তারা বলবে।

ন্যায্য দাবি করতে গিয়ে
হয়ে যাই রাজাকার-
উস্কানি দাত্রীর বক্তব্য তাই
প্রত্যাহার হোক, প্রত্যাহার চাই।

অধিকার আমার ন্যায্য
তাই আমি সোচ্চার-
কোটা নয় মেধায়-
বৈষম্যের সুরাহা চাই।

নেত্রী মোদের যোগ্যতায়
করবে দূর সকল বৈষম্যতার।
আমরা তাই আশাবাদী
জয় মোদের হবেই।

১১ই এপ্রিল, ২০১৮ইং

পঠিত : ৭০৯ বার

মন্তব্য: ০