Alapon

নেইমার বচন...

গত ম্যাচের শেষে বলেছিলাম এই ব্রাজিল যেমন গতিময় ফুটবল খেলতে পারে আবার নীচে নেমে খেলার গতি ধীরও করে দিতে পারে। সত্যি বলতে ম্যাচের প্রথম ২৫ মিনিট মেক্সিকো অসাধারণ খেলেছে। কিন্তু ব্রাজিল ডিফেন্সের ধৈর্য ,রেজিলিয়েন্স ,ট্যাকলিং সেন্সের কারণে গোল পায়নি।

ব্রাজিলের মত টিমগুলার এই সময়টা টিকে থাকাই জরুরী। তারপর থিতু হওয়ার পরেই শুরু ব্রাজিলের ঐতিহ্যবাহী জোগো বনিতো।

উইলিয়ান মাই সন। ভাগিনা। মাফ কর্। অনেক কথা শুনাইছিলাম। আজকে অসাধারন ছিলি। লেফটে নেইমার রাইটে উইলিয়ান থাকলে ফ্রান্স আসুক। খেলা হবে।

মার্সেলোর জায়গায় ফেলিপে লুইসের খেলা প্রমাণ করে এই ব্রাজিল দল ওয়ান ম্যান টিম না। প্রতিটা পজিশনে একজন করে সাবস্টিটিউট আছে।

কেউ কি জানে রাইট ব্যাকে ফ্যাগনার নামে ছেলেটা আসলে তিতের থার্ড চয়েজ। এই পজিশনে বিশ্বের সেরা দানি আলভেজ ইনজুরিতে। তার পরের পজিশনে দানিলোও ইনজুরিতে। তিন নাম্বার চয়েজ হয়ে ফ্যগনার যে সলিড পারফরমেন্স দিলো স্যালুট।

মাই ফেভারিট ক্যাসা পরের ম্যাচ মিস করবে। ওর জায়গায় সম্ভবত ফ্যার্নান্দিনহো নামবে। ক্যাসা ইজ ক্লাস।

ফিরমিনো দলে জেসুসের জায়গা নেয়ার দাবী আজকে আরো প্রতিষ্ঠিত করল। লিভারপুলে সে শুধু গোল করেনা সালাকে দিয়ে গোল করায়ও।

মিডে কৌতি উইলিয়ান ক্যাসা উপরে নেইমার ফিরমিনো। লেফট উইং এ মার্সেলোর ওভারল্যাপ। যেমন গতি তেমন ড্রিবলিং স্কিল। এই ছয়জন যদি ফর্মে থাকে। তাহলে অপজিশনের খবর আছে।

ল্যাটিন ফুটবলের জন্যই এই ওয়ার্ল্ড কাপ কোন ল্যাটিন দেশের নেয়া দরকার্। ল্যাটিন দেশ আছে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া। আর্জেন্টিনার সাপোর্টারদের সাপোর্ট আশা করছি। প্লিয কাম জয়েন উইদ আস। 
গতবার নেইমারের ইঞ্জুরি আর সাত গোলে হারার পর নেইমার বলেছিল " আমি চাই আমার বন্ধু মেসি বিশ্বকাপ নিক। " 
আশা করি এবার আপনাদের দোয়া আমাদের সঙ্গেই থাকবে।

এবার আসি ব্রাজিলের পোস্টারবয় জনগণের ব্যাডবয় নেইমারে। কিছু বলব না জাস্ট একটা কথাই বলব।

অতিকায় ডাইনোসরেরা বিদায় নিলো ফাউল হয়ে বার বার পরে যাওয়া সেই অভিনেতা ছেলেটাই টিকিয়া রইল। 

পঠিত : ১১১৮ বার

মন্তব্য: ০